গঙ্গাসাগরে নদীবাঁধে ধস, আতঙ্ক

Aug 6, 2025 - 21:48
 16
গঙ্গাসাগরে নদীবাঁধে ধস, আতঙ্ক

রবীন্দ্রনাথ মণ্ডল, সাগর: অতিভারী বৃষ্টিতে গঙ্গাসাগরে নদীবাঁধে ধস নামল। ফলে আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ ২৪ পরগনা জেলার গঙ্গাসাগরের নতুন ঘেরী কলোনি এলাকায় জল নিকাশি লাগোয়া নদীবাঁধে হঠাৎ ধস নামে। স্থানীয় বাসিন্দারা বলেন, গত কয়েকদিন ধরে গঙ্গাসাগরে ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে। ফলে মাটির নদীবাঁধটিতে ধস নেমেছে। সামনেই রয়েছে পূর্ণিমার কোটাল। খুব শীঘ্রই বাঁধ মেরামত না হলে এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চাষের জমিতে নোনা জল ঢুকে যেতে পারে। ফলে বড়সড় ক্ষতির মুখে পড়তে হবে। আমরা চাই, প্রশাসন দ্রুত বাঁধ মেরামত করুক। যদিও স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি সেচ দপ্তরকে জানানো হয়েছে। খুব শীঘ্রই নদীবাঁধ মেরামত করা হবে।