কুলতলির জামতলা থেকে পাঁচুয়াখালি রাস্তা বেহাল
রফিকুল ঢালী, কুলতলি: বেহাল রাস্তায় সমস্যায় পড়ছেন নিত্যযাত্রী থেকে গাড়িচালকরা। কুলতলির জামতলা থেকে পাঁচুয়াখালি পর্যন্ত প্রায় আট কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। রাস্তাজুড়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে। সেই গর্তে বৃষ্টির জল জমে পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। অভিযোগ, বেহাল রাস্তায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। টোটো চালকরা জানান, খারাপ রাস্তার কারণে প্রায়ই টোটো উল্টে যাচ্ছে। সাধারণ মানুষ টোটোতে চড়তে ভয় পাচ্ছেন। ফলে যাত্রী হচ্ছে না। এলাকার বাসিন্দারা জানান, এই পথে যাতায়াত করতে কার্যত নাভিশ্বাস উঠছে। এই পথে রোগী নিয়ে হাসপাতালে যেতে হিমশিম খেতে হচ্ছে। ছাত্রছাত্রী থেকে নিত্যযাত্রী সকলেই সমস্যায় পড়ছেন।
রাস্তার বেহাল দশা নিয়ে সরব হয়েছে বিরোধীরা। সিপিএম নেতা উদয় হালদার জানান, পিচের রাস্তা এখন পুকুরের চেহারা নিয়েছে। মানুষকে কার্যত সাঁতার কাটতে হচ্ছে। স্থানীয় জালাবেড়িয়া ১ পঞ্চায়েতের প্রধান অসীম হালদার জানান, সুন্দরবন উন্নয়ন দফতর থেকে রাস্তাটি সারানোর পরিকল্পনা রয়েছে। পুজোর আগেই সংস্কারের কাজ শুরু হবে।