কাশ্মীরে নিকেশ অন্তত ৬ জঙ্গি

Aug 4, 2025 - 13:22
 13
কাশ্মীরে নিকেশ অন্তত ৬ জঙ্গি

কাশ্মীরের কুলগামের বিস্তীর্ণ এলাকায় চলছে অপারেশন অখল। ইতিমধ্যেই শনিবার তিন জঙ্গি নিকেশ হয়েছে ভারতীয় সেনা, কাশ্মীর পুলিশ এবং সিআরপিএফের যৌথ বাহিনীর হাতে। রবিবারও তিন জঙ্গির মৃত্যু হয়েছে পুলিশের গুলিতে। সবমিলিয়ে অপারেশন অখলে নিকেশ হয়েছে ৬ জঙ্গি।গোয়েন্দা সূত্র মারফত জানা গিয়েছে, জঙ্গলে ঘেরা এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে। সেই খবরের ভিত্তিতেই শুক্রবার থেকে শুরু হয় অপারেশন অখল। সেনার তল্লাশি টের পেয়েই জঙ্গিরা গুলি চালাতে শুরু করে। পালটা দিতে বাধ্য হয় সেনাও। তার জেরেই শনিবার একে একে মৃত্যু হয় তিন জঙ্গির।তারপরেও কুলগামের বিরাট এলাকাজুড়ে তল্লাশি চালায় সেনা, কারণ বেশ কয়েকজন জঙ্গি ওই অঞ্চলে লুকিয়ে রয়েছে বলেই খবর। শুক্রবার থেকে শুরু হওয়া অপারেশন অখল গড়ায় রবিবার পর্যন্ত। রবিবার সকাল পর্যন্ত আরও তিনজন জঙ্গির মৃত্যুর খবর মিলেছে কাশ্মীর থেকে। জানা গিয়েছে, শনিবার নিকেশ হওয়া জঙ্গিরা সকলেই টিআরএফের সদস্য। পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছিল এই টিআরএফই। তবে রবিবার খতম হওয়া জঙ্গিরা কোন গোষ্ঠীর সদস্য তা এখনও জানা যায়নি।