কালীঘাটের বিরুদ্ধে জয়, পয়েন্ট তালিকায় উঠল লাল-হলুদ

Aug 8, 2025 - 23:46
 4
কালীঘাটের বিরুদ্ধে জয়, পয়েন্ট তালিকায় উঠল লাল-হলুদ

কলকাতা লিগে আবার জয়ে ফিরল ইস্টবেঙ্গল। শুক্রবার কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনকে ১-০ গোলে হারাল তারা। মোহনবাগান এবং বিএসএস-কে হারিয়ে টানা দুটো ম্যাচ জিতলেও পুলিশের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। ফলে কালীঘাটের বিরুদ্ধে জয় খুবই দরকার ছিল। সেই জয় আসায় পয়েন্ট তালিকাতেও এক ধাপ উঠেছে তারা।কার্ড সমস্যায় ডেভিড লালানসাঙ্গা এবং প্রভাত লাকরা নির্বাসিত ছিলেন। চোটের কারণে পাওয়া যায়নি মনতোষ মাজি, জেসিন টিকে, মনোতোষ চাকলাদারদের। তাই কালীঘাটের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের কোচ বিনো জর্জকে ভরসা রাখতে হয়েছিল সিনিয়র ফুটবলারদের উপরেই। প্রথম একাদশে তিনি রেখেছিলেন শৌভিক চক্রবর্তী, দেবজিৎ মজুমদার, এডমুন্ড লালরিনডিকার মতো ফুটবলারকে।যদিও দুই দলের মধ্যে নিষ্প্রাণ ফুটবল দেখা গিয়েছে। প্রথমার্ধে ইস্টবেঙ্গল গোলের একাধিক সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি। বোঝাপড়া ছিল না দলের ফুটবলারদের মধ্যে। কালীঘাটও ভাল খেলতে পারেনি।দ্বিতীয়ার্ধে তবু ইস্টবেঙ্গলের খেলার মধ্যে একটু আগ্রাসী মনোভাব দেখা যায়। ভানলালপেকা গুইতে গোল করেন। সেটাই ম্যাচের একমাত্র গোল। কালীঘাট সমতা ফেরানোর বিশেষ সুযোগও পায়নি। কলকাতা লিগে আট ম্যাচে চার জয় এবং দুই ড্রয়ের ফলে ইস্টবেঙ্গলের সংগ্রহে ১৪ পয়েন্ট। এখন তারা রয়েছে তৃতীয় স্থানে। ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে মোহনবাগান।