কাকদ্বীপে ইটের রাস্তা সহ নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী

Jul 30, 2025 - 20:57
 159
কাকদ্বীপে ইটের রাস্তা সহ নদী বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : নতুন করে আবারও নদী বাঁধে ধস নামল কাকদ্বীপের রামগোপালপুর গ্রাম পঞ্চায়েতের মন্দিরের ঘাট এলাকায়। ইটের রাস্তা সহ প্রায় ৫০ মিটার বাঁধ নদী গর্ভে তলিয়ে গিয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। মূলত নদীর প্রবল স্রোত, টানা বৃষ্টি ও অমাবস্যার কোটালের জেরে এইরূপ পরিস্থিতি তৈরি হয়েছে। জানা গিয়েছে, গত এক বছরের মধ্যে এই এলাকায় প্রায় ৫০০ মিটার নদী বাঁধে ধস নেমেছে। নদী গর্ভে তলিয়ে গিয়েছে প্রায় দশটি দোকান সহ প্রচুর গাছ। এরপরই বেশ কয়েকবার বাঁধ মেরামত করা হয়েছিল। কিন্তু নদীর প্রবল স্রোত থাকার কারণে এরূপ পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। শেষ পর্যন্ত সেচ দপ্তরের আধিকারিকরা সিদ্ধান্ত নেন ওই এলাকায় বাঁশের খাঁচা ফেলে নদীর স্রোত ঘোরানো হবে। সেই মতো ওই এলাকায় বাঁশের খাঁচা ফেলা হয়। এছাড়াও ঝাউ বল্লা পুঁতে বাঁধের পাশে পাইলিং দেওয়া হয়ে ছিল। তারপরেও নদীর স্রোত কমানো যাচ্ছে না। নতুন করে আবারও ধস নেমেছে।

                 এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা রনজিৎ রানা বলেন, "পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রশাসন সব রকমের চেষ্টা করছে। কিন্তু নদীর স্রোত প্রবল থাকার কারণে কোনও পদ্ধতি কাজ করছে না। এবার খেয়াঘাটে যাওয়ার ইটের রাস্তাটি পর্যন্ত ধস নিয়ে নদীতে তলিয়ে গিয়েছে। আপাতত স্থান পরিবর্তন করে যাতায়াতের জন্য অস্থায়ী একটি ইটের রাস্তা তৈরি করা হয়েছে। প্রশাসনিক আধিকারিকরা এসে বর্তমান পরিস্থিতি দেখে গিয়েছেন।"

                   কাকদ্বীপ পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সত্যব্রত মাইতি বলেন, "বর্তমান পরিস্থিতির সামাল দিতে একটু দূর থেকে রিং বাঁধ তৈরি করা হয়েছে। এছাড়াও যে জায়গাটিতে ধস নিয়েছে, ওখানে আরও বেশি সংখ্যক বাঁশের খাঁচা ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে।