এশিয়া কাপেও অনিশ্চিত! বুমরাহকে নিয়ে সংকটে বোর্ড

Aug 2, 2025 - 22:13
 5
এশিয়া কাপেও অনিশ্চিত! বুমরাহকে নিয়ে সংকটে বোর্ড

ওভাল টেস্টে জশপ্রীত বুমরাহকে বাদ দিয়েই নেমেছে টিম ইন্ডিয়া। ‘ওয়ার্কলোড’ ম্যানেজমেন্টের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্টে খেলেননি তারকা পেসার।এমনকী এশিয়া কাপেও তাঁকে খেলানো হবে কি না, সেই নিয়েও সংশয় দেখা দিচ্ছে।৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ। ফাইনালের ঠিক একসপ্তাহ পরেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ। অর্থাৎ বুমরাহ যদি দুটি ইভেন্টেই খেলেন, তাহলে যে ওয়ার্কলোড নিয়ে এত কথা, সেখানে বিশ্রাম পাচ্ছেন না বুমরাহ। সেখানেই প্রশ্ন। বুমরাহকে এশিয়া কাপে খেলানো হবে নাকি টেস্ট সিরিজে? কারণ এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেও টেস্ট সিরিজ আছে। এই দুটো টেস্ট সিরিজে প্রত্যাশিত ফলাফল না হলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াই থেকে অনেকটাই পিছিয়ে যাবে ভারত। আবার পরের বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘ড্রেস রিহার্সাল’ এশিয়া কাপ। ফলে বুমরাহকে নিয়ে বিসিসিআই এখন উভয় সংকটে।বোর্ডের এক সূত্র বলছেন, “যদি বুমরাহ এশিয়া কাপে খেলে এবং ভারত ফাইনালে ওঠে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওর খেলা অসম্ভব। সেখানে প্রশ্ন উঠছে, বুমরাহকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলাব? নাকি এশিয়া কাপ খেলানোর পর একমাসের বিশ্রাম দিয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলাব? সেই সিদ্ধান্তটা সম্পূর্ণ অজিত আগরকর ও গৌতম গম্ভীরের হাতে।”