উচ্চ মাধ্যমিকের সেমিস্টার পরীক্ষা নির্বিঘ্নে
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল সোমবার থেকে। একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে। সোমবার ছিল তৃতীয় সেমিস্টারের প্রথম দিন বাংলা পরীক্ষা। এবারের পরীক্ষার্থীর সংখ্যা ৬ লক্ষ ৬০ হাজার। গতবারের তুলনায় প্রায় দেড় লক্ষ বেশি পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা দিচ্ছে। ছাত্রের থেকে ছাত্রী সংখ্যা অনেক বেশি।
প্রশ্নপত্র আগেই এসে গিয়েছিল। থানায় জমা ছিল। সেখান থেকে সোমবার সকালে পরীক্ষা কেন্দ্রগুলিতে কড়া নিরাপত্তার সঙ্গে প্রশ্নপত্র নিয়ে যায় স্কুল কর্তৃপক্ষ। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর এলাকায় বেশ কয়েকটি স্কুলে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের পরীক্ষার কেন্দ্র হয়েছে। সেই স্কুলগুলি বারুইপুর মদারাট পপুলার একাডেমি, বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়, সীতাকুণ্ড উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ আরও কয়েকটি স্কুলে।
বারুইপুর মদারাট পপুলার একাডেমি কেন্দ্রে পাঁচটি স্কুলের প্রায় ৪৩০ জন ছাত্র-ছাত্রীর সিট পড়েছে। পরীক্ষা কেন্দ্রে পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা ছিল। ছাত্রছাত্রীদের মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করা হয়। কোনও ব্যাগ নিয়ে ক্লাসের মধ্যে ঢোকা নিষেধ ছিল। পেন, কার্ড বোর্ড, জলের বোতল ক্লাসরুমের ভিতরে নিয়ে যাওয়ার অনুমতি ছিল। ছাত্রছাত্রীরা ক্লাস রুমে ঢোকার আগেই সিট নম্বর লিস্টে দেখে নেয়। সহায়তা করতে সেখানে একজন শিক্ষক ছিলেন।
বারুইপুর রাসমণি বালিকা বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকরা সব খতিয়ে দেখেন। বারুইপুরে এদিনের পরীক্ষা নির্বিঘ্নে হয়। কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা বা গন্ডগোল হয়নি।