অ্যামাজনের ভুয়ো অফিসে হানা সিবিআইয়ের, গ্রেফতার ৫

Aug 10, 2025 - 21:44
 14
অ্যামাজনের ভুয়ো অফিসে হানা সিবিআইয়ের, গ্রেফতার ৫

অ্যামাজনের ভুয়ো অফিস খুলে দিব্যি ব্যবসা চালাচ্ছিলেন একদল যুবক। রবিবার সকালে সেখানে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। রবিবার ঘটনাটি ঘটেছে, মহারাষ্ট্রের নাসিকে। এদিন নাসিকের একটি রিসর্টে আচমকা হানা দেন সিবিআইয়ের আধিকারিকেরা। ওই রিসর্টে ‘অ্যামাজ়ন টেকনিক্যাল সাপোর্ট সেন্টার’ নামে একটি অফিস চালাতেন কয়েকজন যুবক। যদিও ওই অফিসের সঙ্গে আদতে অ্যামাজ়নের কোনও যোগসূত্রই ছিল না। মূলত গ্রাহকদের প্রতারণার জন্যই ওই ফাঁদ পেতেছিলেন অভিযুক্তেরা। রবিবার সেখানে হানা দিয়ে পাঁচ জনকে গ্রেফতার করেছে সিবিআই। আর তাতেই প্রকাশ্যে এসেছে সাইবার অপরাধীদের ওই গোপন চক্রের কথা। সিবিআই সূত্রে খবর, ধৃতদের নাম বিশাল যাদব, শেহবাজ, দুর্গেশ, অভয় ওরফে রাজা এবং সমীর ওরফে কালিয়া। ধৃতেরা সকলেই মুম্বইয়ের বাসিন্দা। বেছে বেছে মূলত মার্কিন এবং কানাডিয়ান নাগরিকদের নিশানা করতেন তাঁরা। এফআইআরে আরও এক অভিযুক্তের নাম রয়েছে। তাঁর খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নাসিকের ইগতপুরী এলাকার ‘রেন ফরেস্ট রিসর্ট’ নামে এক স্থানে অফিস খুলে প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। অবৈধ ওই কল সেন্টার থেকে গ্রাহকদের উড়ো ফোন করা হত। শুধু তা-ই নয়, অফিসটিতে ৬০-৭০ জন কাজও করতেন! গিফ্‌ট কার্ড এবং ক্রিপ্টোকারেন্সির নামে গ্রাহকদের প্রতারণা করে তাঁদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া হত বলে অভিযোগ। ওই অফিসে অভিযান চালিয়ে ৪৪টি ল্যাপটপ এবং ৭১টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে সিবিআই। তল্লাশিতে নগদ ১ কোটি ২০ লক্ষ টাকা, ৫০০ গ্রাম সোনা এবং এক কোটি টাকা মূল্যের সাতটি বিলাসবহুল গাড়িও পাওয়া গিয়েছে।