অক্টোবর মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে এসআইআর

Sep 11, 2025 - 00:27
 3
অক্টোবর মাস থেকে দেশজুড়ে শুরু হতে চলেছে এসআইআর

আগামী অক্টোবর মাস থেকে সারা দেশে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া শুরু হতে চলেছে। বুধবার অনুষ্ঠিত এক বৈঠকে দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেই এই উদ্যোগকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।সম্প্রতি বিহার বিধানসভা নির্বাচনের আগে কমিশন একই ধরনের ভোটার তালিকা সংশোধন চালিয়েছিল। এবার সেই প্রক্রিয়াটিকেই বিস্তৃত করে গোটা দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে প্রয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সূত্রের দাবি, বিহার নির্বাচনী প্রক্রিয়া শেষ হওয়ার আগেই এই বিশেষ সংশোধনের ঘোষণা আসতে পারে।বৈঠক ও কর্মশালায় কমিশনের পক্ষ থেকে মুখ্য নির্বাচন কর্মকর্তাদের জিজ্ঞাসা করা হয়, কত দ্রুত তারা এই উদ্যোগের জন্য প্রস্তুত হতে পারবেন। অধিকাংশ রাজ্যের কর্মকর্তাই আশ্বাস দেন যে সেপ্টেম্বরের মধ্যেই প্রাথমিক কাজ সম্পূর্ণ করা যাবে। সেই অনুযায়ী, অক্টোবরেই প্রক্রিয়াটি আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হবে।দিনভর চলা এই বৈঠকে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে উপস্থাপনা হয়। সেখানে মূলত বিশেষ সংশোধন কার্যক্রমের লজিস্টিক ও প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে, প্রতিটি রাজ্যের মুখ্য নির্বাচন কর্মকর্তারা ভোটার যাচাইয়ের জন্য কী কী নথি ব্যবহার করা যাবে তার তালিকা প্রস্তুত করবেন। এই নথিগুলি অবশ্যই স্থানীয়ভাবে স্বীকৃত এবং সহজলভ্য হতে হবে। কারণ, দেশের বিভিন্ন অঞ্চলে এই ধরনের প্রমাণপত্রে ভিন্নতা রয়েছে।উদাহরণস্বরূপ, আদিবাসী অধ্যুষিত রাজ্য, উত্তর-পূর্বাঞ্চল এবং উপকূলীয় এলাকায় বহু বিশেষ ধরনের নথি প্রচলিত রয়েছে, যেগুলি স্থানীয়ভাবে পরিচয় ও বসবাস প্রমাণে গৃহীত হয়। আবার অনেক অঞ্চলে আঞ্চলিক স্বশাসিত পরিষদ বা স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থার দেওয়া সার্টিফিকেটই সাধারণভাবে গ্রহণযোগ্য। কমিশন নির্দেশ দিয়েছে, প্রতিটি রাজ্যকে এই ধরনের স্থানীয় বৈচিত্র্যকে গুরুত্ব দিয়ে চূড়ান্ত তালিকা তৈরি করতে হবে। নির্বাচন কমিশনের মতে, বিশেষ সংশোধনের প্রধান উদ্দেশ্য হল ভোটার তালিকাকে আরও স্বচ্ছ করা। এর মাধ্যমে মৃত ব্যক্তির নাম, স্থায়ীভাবে স্থানান্তরিত মানুষ, দ্বৈত নাম বা বিদেশি নাগরিকদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে। একই সঙ্গে নিশ্চিত করা হবে যেন প্রত্যেক যোগ্য নাগরিকের নাম অন্তর্ভুক্ত থাকে।