স্ত্রীকে খুন করে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী
হেদায়তুল্লা পুরকাইত , ডায়মন্ড হারবার ।
স্ত্রীকে খুন করে গ্রেপ্তার অভিযুক্ত স্বামী। নিহত গৃহবধূর নাম তাজলিমা বিবি (২৪)। অভিযুক্ত স্বামী সাবির মোল্লা ঘটনাটি ঘটে ডায়মন্ড হারবার থানার দক্ষিণ শেহড়দাহ এলাকায় বাঁকীর মোড় এলাকায় বুধবার গভীর রাতে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে নেতড়া পঞ্চায়েত এলাকার দক্ষিণ শেহড়দাহ বাঁকীর মোড় গ্রামে স্ত্রীকে খুন করে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় ডায়মন্ড হারবার থানার পুলিশ। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। অভিযুক্তকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ কী করানে খুন তা নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানান ঘটনার খবর কেউ জানতে পারেনি রাতে যখন এলাকায় পুলিশ আসে তখন ঘটনা জানাজানি হয়। স্থানীয় বাসিন্দাদের দাবি ওদের একটি কন্যা সন্তান আগে মাঝে মধ্যে স্বামী স্ত্রী ঝামেলা হতো। ঝামেলার জেরে কয়কে বছর আগে ডিভোর্স হয়ে যায় পর আবার দু'জন কোন কারনে যোগাযোগ করে গত একবছর আগে তাজলিমা আবার পূনরায় সাবিরের বাড়ি চলে আসে সংসার শুরু হয়। তবুও মাঝে মধ্যে ঝগড়া হতো স্থানীয় সূত্রে জানা যায় তাদের একটি কন্যা সন্তান আছে গতকাল ঘটনার আগে সাবির তার মেয়েকে নিয়ে তাজলিমার বাপের বাড়ি দিয়ে আসে। নিহতের বাপের বাড়ির পরিবারের লোকজনের দাবি, মেয়ে সঙ্গে বিয়ের পর প্রায় অশান্তি লেগে থাকতো সেজন্য মেয়ে ডিভোর্স নেয়। ছেলেটা আবার যোগাযোগ করে মেয়েকে নানান ভাবে বুঝিয়ে আবার নিজের ঘরে নিয়ে এসে এসে ভাবে পরিকল্পনা করে মেরে ফেলবে বুঝতে পারিনি। অভিযুক্ত সাবির মোল্লার কঠরতম শাস্তির দাবি করছে নিহতের বাপের বাড়ি লোকজন। ঘটনার পর তাজলিমার শ্বশুর বাড়ি লোকজন পালাতোক। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক সম্মেলন করে জানান অভিযুক্তকে আজ কোর্টে তোলা হয় জিজ্ঞাসাবাদ করার জন্য অভিযুক্তকে সাত দিন পুলিশ হেফাজতে নেওয়া হয় বলে জানান।