সোনারপুরে দুঃসাহসিক চুরি
বিশ্ব সমাচার, সোনারপুর : মেয়ের বিয়ের জন্যে রাখা নগদ অর্থ ও সোনার গহনা নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে সোনারপুর থানার চাকবেরিয়া এলাকায় সাহাবুদ্দিন সরদারের বাড়িতে। সাহাবুদ্দিন বাবু বলেন, ১০ দিন তিনি বাড়িতে ছিলেন না। শ্বশুরবাড়িতে গিয়েছিলেন। সদর দরজায় তালা লাগানো ছিল। কিন্তু ভেতরে ঢুকতেই দেখা যায়, সেই তালা ভাঙা অবস্থায় পড়ে ছিল। ঘরের দু’টি কক্ষের সমস্ত জিনিসপত্র তছনচ হয়ে পড়ে ছিল। আলমারি শাবলজাতীয় ভারি কোনো যন্ত্র দিয়ে ভেঙে ফেলা হয়েছে। পরিবারের দাবি, মেয়ের বিয়ের জন্য বাড়িতে রাখা ছিল নগদ ৫ লক্ষ টাকা এবং সাড়ে চার লক্ষ টাকার সোনার গয়না। সবটাই চুরি হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, সাম্প্রতিক কালে চাকবেড়িয়া এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটছে। রাতের বেলায় দুষ্কৃতীদের আনাগোনা বেড়েছে। চুরির এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। পুলিশে খবর দেওয়া হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।