সাগরের মেধাবী ছাত্রছাত্রীকে পড়াশোনার জন্য আর্থিক সাহায্য রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর
বিশ্ব সমাচার, সাগর: শারদোৎসবের আগে সাগর বিধানসভার বেশ কয়েকজন মেধাবী ছাত্র-ছাত্রীর পড়াশোনার জন্য আর্থিক সাহায্য তুলে দিলেন সাগরের বিধায়ক তথা রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। নিজের ভাতা থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য প্রতি বছরের মতো এ বছরও ২০০০ টাকা করে আর্থিক সাহায্য করলেন তিনি। মঙ্গলবার সাগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রুদ্রনগর এলাকায় সাগর ব্লকের ২৪টি স্কুলের মোট ৪৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীদের পড়াশোনা জন্য সাহায্য করেন তিনি। আর্থিক সাহায্য প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাগরের বিডিও কানাইয়া কুমার রাও, পঞ্চায়েত সমিতির সভাপতি সাবিনা বিবি, সহ-সভাপতি স্বপন প্রধান-সহ প্রশাসনিক আধিকারিকেরা। এ বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, বঙ্গোপসাগরের একদম শেষ প্রান্তে অবস্থিত বিচ্ছিন্ন একটি দ্বীপ গঙ্গাসাগর। সাগরদ্বীপের মানুষদের রুজি-রুটি বলতে চাষবাস এবং নদীতে মাছ ধরা। সাগর বিধানসভার ২৪টি স্কুলের ৪৭ জন মেধাবী ছাত্র-ছাত্রীকে আমরা চিহ্নিত করি। এসব মেধাবী ছাত্র-ছাত্রী আর্থিকভাবে পিছিয়ে পড়া। পড়াশুনা চালিয়ে নিয়ে যেতে তাদের অসুবিধা হয়। পড়াশোনা করে নিজেদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে আমি ব্যক্তিগতভাবে ওই সকল ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আর্থিক সাহায্য করেছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে সাগর বিধানসভা কেন্দ্রের মেধাবী ছাত্র-ছাত্রীদের উপর আমরা নজর রাখছি। ব্লক প্রশাসনের পক্ষ থেকে মেধাবী ছাত্র-ছাত্রীদের আগামী দিনগুলিতেও সাহায্য করা হবে।