সকাল থেকে অতিরিক্ত বৃষ্টির ফলে বারুইপুরে বিভিন্ন এলাকা জলমগ্ন
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বৃহস্পতিবার সকাল থেকেই অতিরিক্ত বৃষ্টির ফলে বারুইপুর তথা আশপাশে অঞ্চলগুলি জলমগ্ন হয়ে গিয়েছে। বারুইপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের রাস্তায় অলিগলিতে এমনকী বারুইপুর কুলপি মেন রোডে এতটাই জল জমে যায় যে চারচাকার গাড়ি, অটো, টোটো, রিক্সা, ভ্যান, স্কুটি, বাইক চালকদের খুবই সমস্যায় পড়তে হয়। বৃহস্পতিবার সকাল থেকেই অল্প বৃষ্টি পড়ছিল। কিন্তু দুপুর ১২টা থেকে অতিবৃষ্টির ফলে জনজীবন স্তব্ধ হয়ে যায়। যার ফলে বারুইপুর স্টেশনে রেললাইনের ওপর অতিরিক্ত জল জমে যাওয়ায় ট্রেনগুলি ধীরগতিতে চলাচল করে। বারইপুর হাসপাতালে সামনে এতটাই জল জমে যে রোগীদের সমস্যায় পড়তে হয়। হাসপাতালের পিছন দিকে ১৫ নম্বর ওয়ার্ডে রাস্তায় হাঁটু উপর জল জমে যায়। সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হয়। বারুইপুর পুরসভার সুবুদ্ধিপুর কল্যাণ সংঘের মাঠের কাছে অলিগলি জলমগ্ন হয়। ৩ নম্বর ওয়ার্ডের উকিল পাড়া, উত্তর উকিলপাড়ার ভাই ভাই সংঘের খেলার মাঠ, শাহজাহান রোড প্রভৃতি জায়গায় অতিরিক্ত বৃষ্টির ফলে হাঁটু অব্দি জল জমে থাকে। ৪ নম্বর ওয়ার্ডের দত্তপাড়া, সারদা পল্লি সহ বিভিন্ন এলাকায় জলমগ্ন হয়। সাহাপাড়া এলাকায় বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়। নতুন পাড়া, বৈষ্ণব পাড়া, গোলপুকুর প্রভৃতি রাস্তায় হাঁটুর ওপর জল উঠে যায়। সুবুদ্ধিপুর, মাস্টার পাড়ার অলিগলিতে জল দাঁড়িয়ে যায়। পূর্ব উকিলপাড়া, পঞ্চাননতলা, রামমোহন পল্লি, মাদারাট ছোট মাঠ এলাকা, ১৫ নম্বর ওয়ার্ডের বারুইপুর মহকুমা হাসপাতালে পিছনে নামতলা, উকিলপাড়া মেন রোডে এবং ১৭ নম্বরে ওয়ার্ডে কবি নজরুল সরণি, কুলপি রোড সহ বিভিন্ন রাস্তা জলমগ্ন হয়। সাধারণ মানুষ, স্কুলের ছাত্রছাত্রীদের বাড়ি ফিরতে খুবই সমস্যা পড়ে। তবে বারুইপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে হাইডেনগুলো কিছুটা পরিষ্কার থাকায় জল তাড়াতাড়ি সরে যাবে বলে পুর কর্তৃপক্ষ জানায়। বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মাদারাট কালীতলা, নাজিরপুর ভুরকুল, বটতলা, মাদারাট পপুলার অ্যাকাডেমি উচ্চ মাধ্যমিক স্কুলের সামনে এতটাই জল জমেছে যে সাইকেল, রিকশা, ভ্যান, টোটো, অটো, স্কুটি, বাইক, চারচাকার চালকদের গাড়ি নিয়ে যেতে খুবই অসুবিধা হয়। অতিরিক্ত বৃষ্টির ফলে স্কুলগুলি একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দেয়। ফলে ছাত্রছাত্রীদের বাড়ি যেতে জলের মধ্যে পড়তে হয়। রাস্তার অবস্থা খারাপ থাকায় কিছু ছাত্রছাত্রী জলের মধ্যে পড়ে যায়।
বারুইপুর রামনগর গ্রাম পঞ্চায়েতের ফুলতলায় এক, দুই, তিন নম্বর গেটে এবং বিবেকানন্দ পল্লির রাস্তায় হাঁটুর ওপর জল জমে। হরিহরপুর গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুর হাসপাতালের সামনে, মল্লিকপুর রেল গেটের পাশে কোমর অব্দি জল দাঁড়িয়ে যায়। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের অলিগলিতে এতটাই ঘিঞ্জি এলাকা যে জল বেরোনোর কোনও রাস্তা নেই। বহুদিন ধরে সেখানে জল জমে থাকে। যদিও এই গ্রাম পঞ্চায়েতে প্ল্যান ছাড়া বাড়ি করায় একটু বৃষ্টিতেই এলাকার অবস্থা খুবই খারাপ হয়। মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হবিবুর রহমান বলেন, প্ল্যান ছাড়া বাড়ি করায় ড্রেন, রাস্তা ঠিকমতো করা যায় না। মল্লিকপুর এলাকায় প্ল্যান ছাড়া তিনতলা, চারতলা পাকাবাড়ি হচ্ছে। রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেব বলেন, বৃহস্পতিবার অতিরিক্ত বৃষ্টির ফলে বিভিন্ন গ্রামের রাস্তায় জল জমে গিয়েছে। যদি দু'-একদিনের মধ্যে জল না বেরোলে পাম্প চালাতে হবে। চারদিকে পানীয় জলের জন্য রাস্তায় পাইপ বসানো হচ্ছে। তাতেও জল জমছে।