‘ষড়যন্ত্রকারীদের কাউকে রেয়াত নয়’, দিল্লিকাণ্ডে স্পষ্ট বার্তা মোদীর
যারা যারা এই ষড়যন্ত্রের নেপথ্যে রয়েছে, তাদের একজনকেও রেয়াত করা হবে না। দিল্লি বিস্ফোরণ নিয়ে ভুটানের মঞ্চ থেকে মঙ্গলবার এমনটাই জানালেন মোদী।মঙ্গলবার সকালে দু’দিনের সফরে ভুটানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। প্রতিবেশী দেশে গিয়েও ভারতে ঘটে যাওয়া সাম্প্রতিকতম ঘটনা নিয়ে উদ্বেগ শোনা গিয়েছে তাঁর মুখে। সে দেশের রাজধানী থিম্পুর এক অনুষ্ঠানমঞ্চ থেকে মোদী বলেন, ‘‘আজ আমি খুব ভারাক্রান্ত মনে এখানে এসেছি। কাল সন্ধ্যায় দিল্লির ভয়াবহ ঘটনা আমাদের সকলকে ব্যথিত করেছে। কাল সারারাত ধরে আমি সমস্ত কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। তদন্তে প্রাপ্ত তথ্যগুলি নিয়ে আলোচনা চলছিল। আমাদের তদন্ত সংস্থাগুলি এই ষড়যন্ত্রের শিকড় পর্যন্ত যাবে। যারা যারা এই ষড়যন্ত্রের জন্য দায়ী, তাদের সকলকে বিচারের আওতায় আনা হবে। একজনকেও ছেড়ে দেওয়া হবে না।’’ পাশাপাশি, নিহতদের পরিজনদের প্রতি আরও একবার সমবেদনা জানিয়েছেন মোদী। জানিয়েছেন, এই দুঃসময়ে গোটা দেশ তাঁদের সঙ্গে রয়েছে। উল্লেখ্য, মোদীর বক্তৃতার ঠিক আগেই ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহও একই সুরে জানিয়ে দিয়েছিলেন, দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণে ১২ মৃত্যুর ঘটনায় জড়়িতদের কাউকে ছেড়ে দেওয়া হবে না। রাজনাথ বলেন, ‘‘আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই, এই ঘটনার সঙ্গে জড়িত দোষীদের বিচারের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া হবে।’’ বিস্ফোরণের নেপথ্যে কী কারণ, তা নিয়ে এখনও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, বিস্তারিত তদন্তের পরেই এ বিষয়ে আলোকপাত করা হবে। তবে পর পর দুই নেতার বক্তব্যে এটা স্পষ্ট যে, আপাতত নাশকতার তত্ত্বেই সিলমোহর দিতে চাইছে নয়াদিল্লি।