মুড়িগঙ্গার উপরে সেতু তৈরির প্রকল্প বাতিল হয়নি, টেন্ডার বাতিল হয়েছে, দাবি মন্ত্রীর

Jul 31, 2025 - 21:02
 94
মুড়িগঙ্গার উপরে সেতু তৈরির প্রকল্প বাতিল  হয়নি, টেন্ডার বাতিল হয়েছে, দাবি মন্ত্রীর

বিশ্ব সমাচার, সাগর: ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের সঙ্গে মুড়িগঙ্গা নদীর উপর কাকদ্বীপ সংযোগকারী সেতু তৈরির প্রকল্প বাতিল হয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করলেন সুন্দরবন পর্ষদ উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। 

তিনি বলেন, পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয়েছে মুড়িগঙ্গা নদীর ওপর গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার। প্রকল্প বাতিল হয়নি। গত ২৯ জুলাই এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ৩০ তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে। প্রথম টেন্ডার বাতিল হওয়ায় গঙ্গাসাগর সেতুর কাজ কবে শুরু হবে বা আদৌ কোন সংস্থা এই কাজ করতে এগিয়ে আসবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে সাগরদ্বীপবাসীর মনে। প্রস্তাবিত এই সেতুর প্রকল্প ব্যয় ধরা হয়েছে দেড় হাজার কোটি টাকা। পাঁচ বছরের মধ্যে এই কাজ শেষ করতে হবে। কাকদ্বীপের লট নং আট ও সাগরের কচুবেড়িয়ার মধ্যে সংযোগকারী এই সেতুর দৈর্ঘ্য হবে প্রায় সাড়ে তিন কিমি। মুখ্যমন্ত্রীর ঘোষণা এবং পরে গতবছর রাজ্য বাজেটে এই সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়। নিয়ম মেনে গত বছর ২৭ নভেম্বর টেন্ডার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। টেন্ডার বাতিল প্রসঙ্গে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানিয়েছেন, মাত্র দু'টি সংস্থা এই টেন্ডারে অংশ নিয়েছিল। ন্যূনতম তিনটি সংস্থা কোনও টেন্ডারে অংশ না নিলে তা অনুমোদন হয় না। ফলে সরকার প্রথম টেন্ডার বাতিল করেছে। দ্বিতীয় টেন্ডারের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিরোধীরা বলছে, সাগরবাসীর স্বপ্নভঙ্গ হয়েছে। সরকার মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। বিধানসভা নির্বাচনের বছরখানেক আগে এই সেতু নির্মাণ নিয়ে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে।