বুথ সভাপতি হত্যা ঘিরে তৃণমূল ও বিজেপির চাপানউতোর বারুইপুরে

Aug 25, 2025 - 21:32
 29
বুথ সভাপতি হত্যা ঘিরে তৃণমূল ও বিজেপির চাপানউতোর বারুইপুরে

বিশ্ব সমাচার, বারুইপুর: তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার বারুইপুর থানায় বিজেপির অপপ্রচারের প্রতিবাদে ডেপুটেশন জমা দেওয়া হল। পশ্চিম বারুইপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূলের তরফ থেকে বারুইপুর থানায় শকুদের পান্ডা ও বিজেপির বারুইপুরের মণ্ডল সভাপতি গৌতম চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানানো হল। বিজেপির বুথ সভাপতিকে পিটিয়ে খুনের ঘটনার ভিডিও প্রকাশ করা হয় বিজেপি পক্ষ থেকে। ভিডিওতে বিজেপি নেতা খুনের ঘটনায় রাজীব বিশ্বাসের বাবা, ভাই ছাড়াও আরও দু'জনকে দেখা গিয়েছে বলে বিজেপির অভিযোগ। তাদের গ্রেফতারের দাবি জানিয়েছে বিজেপি। রবিবার রাতের মধ্যে গ্রেফতার না হলে থানায় বিক্ষোভ ও পুলিশ সুপারের অফিসে ডেপুটেশনের হুঁশিয়ারি দিয়েছিল। রবিবার বিকালে সাংবাদিক বৈঠক করেন বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোরঞ্জন জোয়ারদার। 

পারিবারিক অশান্তির জেরে পিটিয়ে খুনের ঘটনা ঘটেছে বলে দাবি করে তৃণমূল কংগ্রেস। এই ঘটনায় রাজনীতির রং লাগাচ্ছে বিজেপি, এই অভিযোগে থানার সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। থানায় ডেপুটেশন দিয়ে বিজেপির দুই নেতাকে গ্রেফতারির দাবি জানানো হয় দাবি জানায় বারুইপুর পশ্চিম তৃণমূল কংগ্রেস। 

এই ডেপুটেশনে বারুইপুর থানা চত্বরে 'বিজেপি নেতাদের ধোলাই হবে, পেটাই হবে' স্লোগান দেন তৃণমূলের কর্মী-সমর্থকরা।

বিজেপিও এই ঘটনায় সোমবার সন্ধ্যায় বারুইপুর থানা ঘেরাওয়ের ডাক দেয়।