বিয়ে ভাঙার পরই ব্যাট হাতে কামব্যাক! ‘ক্যুইন’ স্মৃতি আবার ফিরলেন রাজত্বে

Dec 9, 2025 - 12:10
 12
বিয়ে ভাঙার পরই ব্যাট হাতে কামব্যাক! ‘ক্যুইন’ স্মৃতি আবার ফিরলেন রাজত্বে

বিয়ে ভেঙে যাওয়ার মাত্র চব্বিশ ঘণ্টা পরই ক্রিকেটে ফিরলেন ভারতীয় তারকা ক্রিকেটার স্মৃতি মন্ধানা। বিয়ে ভাঙার ব্যথা ভুলে আবার ব্যাট হাতে নিলেন তিনি। নেটিজেনরা তাঁকে ‘ক্যুইন’ আখ্যা দিয়ে বলছেন, তিনি আবার নিজের রাজত্বে ফিরে এসেছেন।

২৩ নভেম্বর গায়ক পলাশের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল স্মৃতির। বিয়ের আগের সমস্ত আয়োজনও সম্পন্ন হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিনই হৃদরোগে আক্রান্ত হন স্মৃতির বাবা এবং তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। পরে পলাশও অসুস্থ হয়ে পড়েন। এইসময়ই নানা জল্পনা ছড়ায় পলাশের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। যদিও কোনও পক্ষ এসবের সত্যতা স্বীকার করেনি।

শেষ পর্যন্ত বিয়ে স্থগিত করার সিদ্ধান্ত নেন স্মৃতি। সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, দেশের হয়ে এখনও অনেক ক্রিকেট খেলা ও ট্রফি জেতা বাকি আছে তাঁর। তাই মন দিচ্ছেন ক্রিকেটেই। স্মৃতির দাদা তাঁর অনুশীলনের ছবি পোস্ট করেছেন, যেখানে দেখা গেছে নতুন উৎসাহে ব্যাটিং প্রস্তুতি নিচ্ছেন তিনি। ডিসেম্বরের শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেই এখন তাঁর নজর।