বিশ্ব মেন্টাল দিবস পালিত হলো বারুইপুর অন্তরায়

Oct 10, 2025 - 21:33
 10
বিশ্ব মেন্টাল দিবস পালিত হলো বারুইপুর অন্তরায়

 প্রদীপ কুমার সিংহ:

 বারুইপুর:

 শুক্রবার বিশ্ব মেন্টাল দিবস উপলক্ষে বারুইপুরে গোবিন্দপুর অন্তরা গ্রামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার অ্যান্ড্রু ফ্লেমিং, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী দপ্তরের কর্মদক্ষ জয়ন্ত ভদ্র,বারুইপুর পৌরসভার উপ পৌর প্রধান গৌতম দাস, বারুইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি, অন্তরার মেডিকেল সুপারিনটেনডেন্ট ডক্টর বিজয় জ্যাকব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে অন্তরার নিজস্ব একটি অনুষ্ঠান করে যার নাম আলোয় জাগাও। এই দিনে এই অনুষ্ঠানে অন্তরার একটি বাৎসরিক পত্রিকার শুভ উদ্বোধন হয়।

 বিমান বন্দ্যোপাধ্যায় বলেন বিশ্ব মেন্টাল দিবস উপলক্ষে বারুইপুর অন্তরার প্রতিবছরে অনুষ্ঠান করে এই অনুষ্ঠানে আসতে পারে আমি গর্বিত। অন্তরার কাজ হচ্ছে শুধু মেন্টাল পেশেন্ট দেখাশোনার দায়িত্ব নয়,যেসব মানুষ অনেক সময় বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তায় ঘুরে বেড়ায় ভবঘুরের মত, তাদেরকে ধরে অন্তরায় নিয়ে এসে প্রথমে ট্রিটমেন্ট করা হয়। তারপর অনেকেই বাড়ি পৌঁছে দেওয়া হয়,যারা বাড়ির ঠিকানা বলতে পারে। যারা বলতে পারে না তাদেরকে অন্তরায় রেখে দেওয়া হয়। 

 অন্তরা এক আধিকারিক তার বক্তব্য বলেন ভবঘুরেদের জন্য ৫০ আসনের একটি বিল্ডিং বানানো হয়েছে সেখানে ভবঘুরেদের নিয়ে এসে প্রথমে চিকিৎসা করা হয়। তারপর বাড়ির ঠিকানা পেলে তাদেরকে বাড়িতে দিয়ে আসা হয়। গত তিন চার মাসে বারুইপুর জেলা পুলিশের অধীনে প্রায় ২৫ থেকে ৩০ জন ভবঘুরে মানুষকে এখানে নিয়ে আসা হয়। প্রায় ২০ জনের বাড়ির ঠিকানা পাওয়া যায় তাদেরকে চিকিৎসা করে মূল শোতে তৈরি করে বাড়িতে ফিরিয়ে দেওয়া হয়।

 সবশেষে এখানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করে উদ্যোক্তারা