বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্লোভাকিয়ার কাছে হার জার্মানির

Sep 5, 2025 - 21:47
 8
বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে স্লোভাকিয়ার কাছে হার জার্মানির

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের শুরুটা খুবই খারাপ হল জার্মানির। কমজোরি স্লোভাকিয়ার কাছে ০-২ গোলে হেরে গেল তারা।বিরতির ঠিক আগে আতলেতিকো মাদ্রিদের ফুটবলার ডেভিড হানকো এগিয়ে দেন স্লোভাকিয়াকে। দ্বিতীয়ার্ধের ১০ মিনিটের মধ্যে ডেভিড স্ট্রেলেকের গোলে ব্যবধান বাড়ায় স্লোভাকিয়া। জার্মানি চেষ্টা করেও গোল শোধ করতে পারেনি। ২০১০-এর পর প্রথম বার বিশ্বকাপের যোগ্যতা অর্জন করার পথে আত্মবিশ্বাস পেল স্লোভাকিয়া। গ্রুপে এটিই তাঁদের কঠিন ম্যাচ হলেও জার্মানি হেরে যাবে তা ভাবা যায়নি।হারের পর ক্ষিপ্ত কোচ জুলিয়ান নাগেলসম্যান। তিনি বলেন, “ইদানীং আমরা একেবারেই ভাল খেলছি না। আমাদের বোঝা উচিত ছিল যে বিশ্বকাপে যেতে গেলে অনেক ভাল ফুটবল খেলতে হবে। আজ বুঝতে পারলাম আমরা অনেক অনেক মাইল পিছিয়ে আছি।” এখানেই থামেননি তিনি। আরও বলেছেন, “চোট পাওয়া ২-৩ জন ফুটবলার ছাড়া যাদের খেলিয়েছি তারাই জার্মানির সেরা মানের। হয়তো পরের বার তাদের বেছে নেব যাদের মান একটু কম, কিন্তু মাঠে নিজের সর্বস্ব দিতে রাজি। আমি ফুটবলারদের উপর আস্থা রাখি। কিন্তু প্রতিপক্ষের থেকে ভাল খেলোয়াড় হওয়াই সব কিছু নয়। মাঠের মধ্যে সেই জেদ এবং দক্ষতা দেখানোও দরকার।”