বারুইপুর মাদারাট টগরবেড়িয়ায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার ১
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বারুইপুর মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়াতে বাইক আরোহী যুবক খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃতের নাম জিগাই নস্কর। বাড়ি মাদারাট গ্রাম পঞ্চায়েত এলাকায়। শনিবার রাত প্রায় সাড়ে ১২টা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকায় তিন যুবকের বাইক আটকায় স্থানীয় তিন যুবক। তারা জানতে চায়, এত রাতে পাড়ার রাস্তায় তারা কী করছে? বাইকের চাবিও খুলে নেয় তারা। শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় অরূপ, ভূত, জিগাই নস্কর মিলে আক্রমণ করে এবং বাইক আরোহী শুভঙ্কর মণ্ডলকে ছুরি মারতে শুরু করে বলে অভিযোগ। শুভঙ্করকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তদন্ত করে পুলিশ জিগাই নস্করকে প্রথমে আটক করে। তারপর জিজ্ঞাসাবাদ করার পর সোমবার গ্রেপ্তার করে। এই ঘটনায় যুক্ত আরও দু'জনের খোঁজ চালাচ্ছে পুলিশ। ধৃত জাগাইকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আদালতে কাছে পুলিশ আবেদন জানায়।
পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় মৃত শুভঙ্কর মণ্ডলের গ্রামের লোকেরা মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেড়িয়া এলাকায় আসে। যারা শুভঙ্কর মণ্ডলকে খুন করেছে, তাদের বাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এলাকায়। বারুইপুর থানার পুলিশ খবর পেয়ে এলাকায় গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়েছে কি না, তা জানা যায়নি।