বারুইপুরে ব্যবসায়ীর সাড়ে ১২ লক্ষ টাকা ছিনতাই, গ্রেফতার ২
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: ব্যবসায়ী সাহাবুদ্দিন মোল্লার সাড়ে ১২ লক্ষ টাকার ছিনতাইয়ের ঘটনায় বারুইপুর থানার পুলিশ দু'জন দুষ্কৃতীকে গ্রেফতার করে। মঙ্গলবার সন্ধ্যায় এই খবর দেন বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন ও ডিএসপি তথা বারুইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায়। এসডিপিও বলেন, গত ৪ সেপ্টেম্বর অভিনব কায়দায় ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী সাহাবুদ্দিন মোল্লা। জানা গিয়েছে, ব্যবসার কাজে তিনি বারুইপুর থানা এলাকার ছায়ানী এলাকায় গিয়েছিলেন। সেইসময় কয়েকজন ব্যক্তি গুজব ছড়ায় যে, তাঁর ব্যাগে অস্ত্র রয়েছে। মুহূর্তে এলাকায় উত্তেজনা তৈরি হয়। বিশৃঙ্খলার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা ব্যবসায়ীর কাছ থেকে টাকাভরতি ব্যাগ নিয়ে চম্পট দেয়। অভিযোগ অনুযায়ী, ওই ব্যাগে ব্যবসায়িক লেনদেনের জন্য রাখা ছিল প্রায় ১২ লাখ ৫০ হাজার টাকা।
ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বারুইপুর থানায় মামলা রুজু হয়। বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। পুলিশি তদন্তে দ্রুত ধরা পড়ে দুই অভিযুক্ত— সুকুর আলি লস্কর ও মুস্তাফা সরদার। এদের বাড়ি বেলেগাছি গ্রাম পঞ্চায়েত ও হাড়দা গ্রাম পঞ্চায়েত এলাকায়। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৯ লাখ ৪২ হাজার টাকা।
পুলিশের প্রাথমিক অনুমান, মোট পাঁচ-ছ'জন এই ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত। আরও কয়েকজন এখনও পলাতক রয়েছে। তাদের খোঁজে চলছে জোরদার তল্লাশি। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদে গোটা চক্রের পর্দাফাঁস হবে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে পুলিশ। বিচারক তা মঞ্জুর করেন।