বারুইপুরে বিজেপি নেতা খুনের আসামি ছোট ভাইকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

Aug 27, 2025 - 00:53
Aug 27, 2025 - 01:01
 86
বারুইপুরে বিজেপি নেতা খুনের আসামি ছোট ভাইকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বারুইপুরে বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাস খুনের ঘটনার পুনর্নির্মাণ করার জন্য অন্যতম অভিযুক্ত রাজীবের ভাই সন্দীপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে নিল বারুইপুর থানার পুলিশ। জেল হেফাজতে থাকা সন্দীপ বিশ্বাসকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য বারুইপুর মহকুমা আদালতে সোমবার আবেদন জানায় বারুইপুর থানার পুলিশ। বিচারক অভিযুক্ত সন্দীপ বিশ্বাসের চারদিনের পুলিশ হেফাজতের আবেদন মঞ্জুর করেন। নিজেদের হেফাজতে নেওয়ার পরেই সন্দীপ বিশ্বাসকে জেরা করে বেশ কিছু বিস্ফোরক তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। মঙ্গলবার দুপুরে বারুইপুরের সংশোধনাগার থেকে রাজীব বিশ্বাসের ভাই সন্দীপ বিশ্বাসকে ঘটনাস্থলে নিয়ে আসা হয় এবং ঘটনার পুনর্নির্মাণ করা হয় বারুইপুর থানার পক্ষ থেকে।

খুনের ঘটনার আগের রাতেই রাজীব বিশ্বাস তার বাবা নিতাই বিশ্বাসের গলা টিপে খুন করার চেষ্টা করেছিল বলে পুলিশি জেরায় জানিয়েছে সন্দীপ। ঘটনার দিন দাদাকে সে খুন করতে চায়নি বলে জানায়। কিন্তু উত্তেজনা বশত সেদিন ওই ঘটনা ঘটে যায়। পুলিশ সন্দীপকে জেরা করে খুনের ঘটনায় থাকা অধরা দুই অভিযুক্ত সম্পর্কেও তথ্য জানার চেষ্টা করে। পুলিশি জেরায় সন্দীপ সেদিন রাতের ঘটনায় সন্দীপ তার বাবা নিতাই বিশ্বাস ছাড়াও ঘটনাস্থলে থাকা আরও এক ব্যক্তি সম্পর্কে তথ্য দিলেও চতুর্থ ব্যক্তি সম্পর্কে সে কোনও তথ্য দিতে পারেনি। পুলিশ মনে করছে, পরিবারের সদস্য ছাড়াও সন্দীপের পরিচিত তৃতীয় ব্যক্তির সঙ্গেই এসেছিল চতুর্থ ব্যক্তি।

বিজেপির অভিযোগ, গত ৮ আগস্ট রাতে বিজেপি পার্টি করার অপরাধে রাজীবকে তাঁর বাড়িতে নৃশংসভাবে পিটিয়ে খুনের ঘটনা ঘটে। এই ঘটনায় রাজীবের বাবা নিতাই বিশ্বাস, ছোট ছেলে সন্দীপ বিশ্বাসকে আগেই গ্রেফতার করে পুলিশ। আরও দুই ব্যক্তিকে দেখা গিয়েছে বিজেপি বুথ সভাপতিকে বাঁশ দিয়ে পেটাতে।