বারুইপুরে প্রচুর পরিমাণে গাঁজা ও টাকা উদ্ধার, আটক গাড়ি, ধৃত ৫

Aug 25, 2025 - 21:18
 33
বারুইপুরে প্রচুর পরিমাণে গাঁজা ও  টাকা উদ্ধার, আটক গাড়ি, ধৃত ৫

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: গুগল সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ আমলা রোডে টংতলা এলাকা থেকে ডাক্তার স্টিকার লাগানো সাদা রঙের গাড়ি ভর্তি গাঁজা উদ্ধার করে। সোমবার বারুইপুর থানায় সাংবাদিকদের এ কথা জানালেন বারুইপুরের এসডিপিও অভিষেক রঞ্জন। তিনি বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার অন্তর্গত টংতলা এলাকা থেকে একটি সাদা গাড়ি দ্রুত গতিতে চলছিল। বারুইপুর থানার পুলিশ গাড়িটিকে আটক করে। ওই গাড়িতে পাঁচজন ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে গাড়ির ভিতরে কিছু আছে কি না তা তল্লাশি চালিয়ে দেখা হয়। বারুইপুর থানার ডিএসপি বারইপুর থানার আধিকারিক সৌম্যজিৎ রায়ের নেতৃত্বে একটি পুলিশের দল সেখানে পৌঁছয়। সেখানে উপস্থিত ছিলেন বারুইপুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ মাঝি। তাঁরা যৌথভাবে গাড়িতে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে গাঁজা এবং বেশ কিছু টাকা বাজেয়াপ্ত করে। পাঁচজনকেই গ্রেফতার করা হয়। আটক করা হয়েছে গাড়িটি।

ডাক্তারের স্টিকার লাগানো ব্যক্তিগত গাড়িতে গাঁজা পাচারের চেষ্টা চলছিল। পুলিশের তৎপরতায় উদ্ধার হয়েছে মোট ১৬৬টি প্যাকেটের মধ্যে প্রায় ১৬৪ কেজি গাঁজা। পুলিশ পাঁচটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতরা প্রত্যেকেই বারুইপুর এলাকার বাসিন্দা। ওড়িশার বেহরামপুর থেকে ওই গাঁজা গাড়িতে করে তারা নিয়ে আসছিল।