বারুইপুরে এআইটিইউসির লেবার কমিশন অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন

Sep 2, 2025 - 22:11
 8
বারুইপুরে এআইটিইউসির লেবার  কমিশন অফিসে বিক্ষোভ ও ডেপুটেশন

বিশ্ব সমাচার, বারুইপুর: মঙ্গলবার এআইটিইউসি বারুইপুর থানার অন্তর্গত শিবানী পিঠের কাছে লেবার কমিশন অফিসের সামনে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখায় ও ডেপুটেশন দেয়। সংগঠনের বারুইপুর জেলা সদস্য জয়দেব সরকার বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার শ্রমজীবী মানুষের ওপর অমানবিক আচরণ করছে। শ্রমিকদের আট ঘণ্টার ডিউটি দিতে হবে। অন্য রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচার এবং বাংলা ভাষার অবমাননার প্রতিবাদ জানানো হয়েছে। এই রাজ্যে কাজ না থাকার জন্য দক্ষ বাঙালি শ্রমিকরা অন্য রাজ্যে গিয়ে কাজ করায় তাঁদের উপর অকথ্য অত্যাচার করা হচ্ছে। তার প্রতিবাদে বিক্ষোভ ও স্মারকলিপি জমা দেওয়া হয়। জয়দেববাবু বলেন, আশা কর্মী, আইসিডিএস কর্মীরা বছরে ১২ মাস কাজ করেন। অথচ তাঁদের ১০ মাসের বেতন দেওয়া হয়। তার প্রতিবাদে এই আন্দোলন। লেবার কমিশনের আধিকারিককে স্মারকলিপি দেওয়া হয়েছে। দাবি না মানলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন হবে।