ফের বড় সাফল্য, ঝাড়খণ্ডে খতম শীর্ষ মাও নেতা, ছত্তিশগড়ে খতম আরও এক মাওবাদী

Aug 6, 2025 - 20:02
 4
ফের বড় সাফল্য, ঝাড়খণ্ডে খতম শীর্ষ মাও নেতা, ছত্তিশগড়ে খতম আরও এক মাওবাদী

ঝাড়খণ্ডের গুমলা জেলায় নিরাপত্তাবাহিনীর অভিযানে খতম শীর্ষ মাওবাদী নেতা। যার মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। অন্যদিকে, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় অভিযান চালিয়ে আরও এক মাওবাদীকে নিকেশ করতে সক্ষম হয়েছে পুলিশ।নিরাপত্তাবাহিনী সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গুমলা জেলার চঙ্গাবাদি আপারতলি অঞ্চলে অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। তল্লাশি অভিযান চলাকালীন পিছু হঠার জায়গা না পেয়ে নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। অতর্কিত এই হামলা সামলে নিয়ে পালটা গুলি চালায় বাহিনী। দীর্ঘক্ষণ দুপক্ষের গুলির লড়াইয়ের পর মৃত্যু হয় এক মাওবাদীর। জানা গিয়েছে, মৃত এই মাওবাদীর নাম মার্টিন কেরকেট্টা। ‘পিপলস লিবারেশন ফ্রন্ট অফ ইন্ডিয়া’ নামে নিষিদ্ধ সংগঠনের অন্যতম কমান্ডার এই মাওবাদীর মাথার দাম ছিল ১৫ লক্ষ টাকা। তার মৃত্যু বড় সাফল্য হিসেবে মনে করছে নিরাপত্তাবাহিনী। মৃতের কাছ থেকে একটি পিস্তল-সহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।পুলিশের দাবি, গুলির লড়াই চলার সময় ঘটনাস্থলে ৪ জন মাওবাদী উপস্থিত ছিল। তবে অন্ধকারের সুযোগ নিয়ে তাদের মধ্যে তিন জন পালিয়ে যায়। মাওবাদীদের খোঁজে এলাকাজুড়ে শুরু হয়েছে তল্লাশি। অন্যদিকে, ছত্তিশগড়ের বিজাপুর জেলায় জঙ্গলের মধ্যে অভিযান চলাকালীন এক মাওবাদীর মৃত্যু হয়েছে। এখানেও মৃত মাওবাদীর কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে।