প্ৰতি বিধানসভায় একক শক্তিতে আমরা লড়বো : অম্বা প্রসাদ
প্রদীপ কুমার সিংহ, বারুইপুর : প্রতি বিধানসভায় একক শক্তিতে আমরা লড়বো। পরে যা হবে দেখা যাবে। তৃণমূল, সিপিএম সহ কারুর সাহায্য ছাড়াই লড়বো। এমনই জানালেন সর্ব ভারতীয় কংগ্রেসের সম্পাদিকা অম্বা প্রসাদ। তিনি আরও বলেন, পুঁজিবাদীদের সাহায্যে দেশের সরকার চলছে। গদি চোর, ভোট চোর কেন্দ্রের সরকার। আমরা তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে। এটা মনের মধ্যে নিয়ে নিতে হবে। বুথ শক্তিশালী করতে হবে। বারুইপুরে "এক ব্যক্তি এক ভোট" এর সুরক্ষার দাবিতে ভোটাধিকার সম্মেলনে এসে এই কথা বলেন তিনি। এদিন এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্য সভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ কংগ্রেসের নেতৃত্বরা।
প্রদীপ ভট্টাচার্য বলেন, প্রতিটি বুথে যাতে এসআইআর বিএলআর ওয়ান এটি নির্বাচন কমিশনারের নাম দেওয়া হয়েছে। এবার শক্ত যে কাজটি সেটা হল বিএলআর টু ব্যক্তিকে জোগাড় করা যায় সেই চেষ্টাই করতে হবে। বিএলআরও টু কাজ হল প্রতিটি বাড়িতে সাধারণ মানুষের সঙ্গে মিশতে হবে এবং তাদের নাম ভোটার লিস্টে নথিভুক্ত করতে হবে। বিজেপি বা তৃণমূল এই কাজে অনেক এগিয়ে গেছে। কিন্তু আমাদেরও প্রতিটা বুথের দিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে আগামী ভোটে আমরা অনেকটাই সাফল্য পাব।
পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্কর সরকার বলেন, কংগ্রেসের প্রথম কাজ হচ্ছে মানুষের সঙ্গে ভালো করে মিশতে হবে। সংগঠনকে চাঙ্গা করতে হবে। তৃণমূল ও বিজেপির সন্ত্রাসকে রুখে দাঁড়াতে হবে ভোটের সময়। বিধানসভা ভোটে আমরা একক শক্তি নিয়ে লড়বো পশ্চিমবাংলায়।
রবিবার প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বারুইপুর শিববাড়ি পিঠের কাছে একটি কমপ্লেক্সে ভোটাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়।