প্রকাশিত হল সাহিত্য পত্রিকা 'প্রান্তিক বাংলা'

Aug 24, 2025 - 21:22
 81
প্রকাশিত হল সাহিত্য পত্রিকা 'প্রান্তিক বাংলা'

বিশ্ব সমাচার, নামখানা : প্রকাশিত হল 'প্রান্তিক বাংলা' সাহিত্য পত্রিকা। রবিবার দক্ষিন ২৪ পরগনা জেলার নামখানা ব্লকের কিশোর সংঘ অনাথ আশ্রমে সাংবাদিক ও লেখক রবীন্দ্রনাথ মণ্ডলের সম্পাদনায় এই পত্রিকাটি প্রকাশিত হয়। পত্রিকাটির সভাপতি হলেন বিশিষ্ট সমাজসেবী বিদ্যুৎ দিন্দা। মূলত সুন্দরবন এলাকার উদীয়মান লেখক লেখিকাদের লেখা এই পত্রিকায় ছাপা হয়েছে। রয়েছে বিশিষ্ট কবিদের কবিতা, ছড়া, গল্প, মানুষের জীবন জীবিকা, পরিবেশ ইত্যাদি। এই পত্রিকার বিশেষত্ব হল প্রান্তিক মানুষের জীবন যাপনকে তুলে ধরা।ইতিহাস, সাহিত্য ও সংস্কৃতির মেলবন্ধনে প্রকাশিত হল প্রান্তিক বাংলা। এদিন পত্রিকার প্রকাশ করেন নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য অখিলেশ বারুই, পশ্চিমবঙ্গ সরকারের প্রানী সম্পদ উন্নয়ন বিভাগের সহ অধিকর্তা ড.সুকান্ত রায়। এছাড়াও এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পশ্চিমবঙ্গ প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শান্তনু বেরা, উত্তর ২৪ পরগনা জেলার প্রানী সম্পদ দপ্তরের চিকিৎসক ড.সঞ্জীব দত্ত, শিবানী মন্ডল মহাবিদ্যালয়ের অধ্যাপক পুলক রঞ্জন দাস, অঙ্কন শিক্ষক শান্তনু দাস সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। পত্রিকা প্রকাশের পর প্রান্তিক বাংলার সম্পাদক রবীন্দ্রনাথ মণ্ডল বলেন, সুন্দরবন এলাকার বিভিন্ন বিষয় এবং উদীয়মান লেখকদের কবিতা, প্রবন্ধ ও গল্প এই পত্রিকায় ছাপা হয়েছে। এছাড়াও প্রখ্যাত সাহিত্যিকদের লেখা এই পত্রিকাকে সমৃদ্ধ করেছে।