পুজো বৃষ্টি, আজ রাজ্যের ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

Sep 21, 2025 - 12:15
 13
পুজো বৃষ্টি, আজ রাজ্যের ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস

আজ মহালয়া। এদিকে রাজ্যের ২৩ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস আইএমডির। ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বৃষ্টির আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ১৫ জেলায়। তবে উত্তরবঙ্গের দার্জিলিং-জলপাইগুড়ি সহ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ ও পুজোর কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ? জানাল IMD 

২৫ সেপ্টেম্বর পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার জেরে ষষ্ঠী থেকে দশমী- পুজোর প্রত্যেকটা দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোয় দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। রেহাই মিলবে উত্তরে। সব দুর্গতি দূর করুন দুর্গতিনাশিনী- প্রার্থনা উদ্যোক্তা থেকে সাধারণ মানুষের। রবিবার মহালয়া!পিতৃপক্ষের শেষ। সোমবার শুরু দেবীপক্ষ। এবার মা মর্ত্য়ে আসছেন হাতির পিঠে শাস্ত্রমতে, হাতির পিঠে চড়ে উমার আগমনে সমৃদ্ধি বাড়ে এবং কৃষিতে উর্বরতা আসে। সুখ-শান্তিতে ভরে ওঠে পরিবার। কিন্তু এই খুশির বার্তার মধ্যেও মেঘ জমছে আশঙ্কার!মাঝেমধ্যেই ঝেঁপে নামছে বৃষ্টি। 

আবহবিদরা বলছেন, পুজোতেও রেহাই নেই অসুর বৃষ্টির হাত থেকে।আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, পুজো ভাসিয়ে দিতে তৈরি হচ্ছে নিম্নচাপ। ষষ্ঠী থেকে দশমী - প্রত্যেকদিনই হতে পারে বৃষ্টি।বছর ঘুরে আসছে উমা। কদিনই বা থাকবে মেয়েটা, সেই কটা দিন কি বৃষ্টি না হলেই নয়?চিন্তায় উদ্যোক্তারা। টালা বারোয়ারি উদ্যোক্তা ত্র্যম্বক বসু বলেন,উদ্যোক্তা হিসেবে চাইব, বৃষ্টি না হোক। আমরা আশা রাখছি, বাঙালি স্পিরিটে। বৃষ্টি হলেও সবাই আসবে। 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, মহালয়াতেই শুরু হবে বৃষ্টি। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনায়। পূর্বাভাস আরও বলা হয়েছে, ষষ্ঠীর দু’দিন আগে নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। আবহবিদরা বলছেন, ২৫ থেকে ২৬ সেপ্টেম্বরের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ। যার প্রভাবে ২৭ সেপ্টেম্বর পঞ্চমী থেকে ২৯ সেপ্টেম্বর সপ্তমী পর্যন্ত রাজ্যের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। 

৩০ সেপ্টেম্বর অষ্টমী থেকে বাড়তে পারে বৃষ্টির পরিমাণ। নবমী ও দশমীতে হতে পারে ভারী বৃষ্টি। তবে দক্ষিণবঙ্গে এই পরিস্থিতি হলেও পুজোর বোনাস পাচ্ছে উত্তরবঙ্গ। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে।