পুজোয় যান নিয়ন্ত্রণে বৈঠক বারুইপুর থানায়
প্রদীপকুমার সিংহ, বারুইপুর: আগের থেকে বারুইপুরে এখন অনেক বড় বড় দুর্গাপুজো হয়। পুজো উপলক্ষে দক্ষিণ ২৪ পরগনা সহ বিভিন্ন জেলা থেকে বারুইপুরে ঠাকুর দেখতে আসেন বহু মানুষ। তাতে বারুইপুরে রাস্তায় প্রচণ্ড ভিড় হয়। সেই কথা মাথায় রেখে প্রশাসনের পক্ষ থেকে যানজট এড়াতে শনিবার মিটিং হয় বারুইপুর থানায়।উপস্থিত ছিলেন বারুইপুর থানার বারুইপুর থানার ইনচার্জ সৌম্যজিৎ রায়, বারুইপুর কাছারি বাজারের ট্রাফিক বিভাগের আধিকারিক, বারুইপুর পুরাতন বাজারের ট্রাফিক বিভাগের আধিকারিকরা, বারুইপুর পুরসভার উপপৌরপ্রধান গৌতম দাস, ১৬ নম্বর ওয়ার্ডের আশিস দেবরায়, বারুইপুর পশ্চিম বিধানসভার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা সুশান্ত মণ্ডল, বারুইপুর ২১৮ বাস ইউনিয়নের নেতা, বারুইপুর রেলগেট অটো ইউনিয়নের নেতা, টোটো ইউনিয়নের নেতা, বারুইপুর স্টেশনের অটো ইউনিয়নের নেতা সহ একাধিক পরিবহণ ইউনিয়নের নেতারা।
গৌতমবাবু বলেন, আসন্ন দুর্গাপুজো উপলক্ষে বারুইপুরে দর্শনার্থীদের সংখ্যা অনেক বেড়েছে। তাই রাস্তাঘাট পরিষ্কার রাখতে হবে। ট্রাফিক বিভাগের কর্মীদের বলা হয়েছে, বারুইপুরের রাজপথে সকাল আটটা থেকে রাত ৮টা পর্যন্ত অটো ও টোটো চলাচল বন্ধ থাকবে। প্রতি বছরের মতো এবছরও চতুর্থী থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করবে প্রশাসন। বিকেল চারটে থেকে রাত ১২টা পর্যন্ত। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। পুজোর সময় মত্ত অবস্থায় বাইক বা কোনও গাড়ি চালালে চালকদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে প্রশাসন।