পাকিস্তানের চর জ্যোতি, ২৫০০ পাতার চার্জশিটে বিস্ফোরক তথ্য

৩ মাস তদন্ত চলার পর অবশেষে ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে চার্জশিট পেশ করল তদন্তকারী দল। পুলিশের দাবি, ২৫০০ পাতার এই চার্জশিটে এমন একাধিক তথ্য প্রমাণের কথা তুলে ধরা হয়েছে যা প্রমাণ করে জ্যোতি পাকিস্তানের চর হিসেবে কাজ করতেন। ‘ট্র্যাভেল উইথ জো’ নামে ইউটিউবে ট্রাভেল ব্লগ করলেন জ্যোতি মালহোত্রা ওরফে জ্যোতি রানি। পাক যোগের অভিযোগে গত মে মাসে তাঁকে গ্রেপ্তার করে হরিয়ানা পুলিশ। তদন্তকারীদের তরফে জানানো হয়, পাক হাইকমিশনের আধিকারিক এহসান-উর-রহিম ওরফে দানিশের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ ছিল জ্যোতির। সেই সূত্রে অন্তত ২ বার পাকিস্তানের যান জ্যোতি। পহেলগাঁও সন্ত্রাস ও অপারেশন সিঁদুরের পর দানিশকে ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করা হয়। গুপ্তচরবৃত্তি এবং সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।সেই মামলায় জ্যোতির বিরুদ্ধে ২৫০০ পাতার এই চার্জশিটে হিসার পুলিশ জানিয়েছে অভিযুক্ত দীর্ঘদিন ধরে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি করছিলেন। সেখানে দানিশের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার কথাও উল্লেখ করা হয়েছে। দাবি করা হয়েছে জ্যোতি আইএসআই এজেন্ট শাকির, হাসান আলি, নাসির ধিলনের সঙ্গেও যোগাযোগ রাখতেন। গত বছরের ১৭ এপ্রিল জ্যোতি পাকিস্তানে যান এবং ১৫ মে ভারতে ফেরেন। মাত্র ২৫ দিন পর ১০ জুন চিনে যান তিনি জুলাই পর্যন্ত সেখানে থাকার পর নেপাল যান। পুলিশের তরফে জানানো হয়েছে, তদন্ত চলাকালীন আমরা সুনির্দিষ্ট প্রমাণ পেয়েছি যে ওই ইউটিউবার গুপ্তচরবৃত্তিতে যুক্ত ছিলেন। এর আগে জ্যোতি কর্তারপুর করিডোর হয়ে পাকিস্তানে যান। সেই সফরে পাক পাঞ্জাব প্রদেশের যান। সেখানে পাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে তথা পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মারিয়ম নওয়াজ শরিফের সঙ্গে দেখা করেন। তাঁর সাক্ষাৎকারও নেন।