নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল চার চাকা গাড়ি, আহত চার

Aug 16, 2025 - 21:31
 14
নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে গেল চার চাকা গাড়ি, আহত চার

বিশ্ব সমাচার, কাকদ্বীপ : নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে থাকা নয়ানজুলিতে পড়ে গেল একটি চার চাকা মারুতি গাড়ি। ঘটনাটি ঘটেছে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর কাকদ্বীপ থানার তারাবাঁধ এলাকায়। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার দুপুরে কাকদ্বীপ থেকে বকখালির দিকে যাওয়ার সময় যাত্রীসহ একটি গাড়ি নয়ানজুলিতে পড়ে যায়। ওই গাড়ির ভিতরে তখন চালক সহ তিন জন যাত্রী ছিলেন। তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দারা তাঁদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় কাকদ্বীপ থানায়। কিছুক্ষণের মধ্যেই পুলিস ঘটনাস্থলে গিয়ে পৌঁছয়। এরপরই আহত চার জনকে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমান আহত ওই যাত্রীরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।   

                 এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা অসিত বরন দাস বলেন, "হঠাৎই একটি বিকট শব্দ হয়। এরপরই বাড়ির বাইরে বেরিয়ে দেখি একটি গাড়ি রাস্তার পাশের নয়ানজুলিতে পড়ে গিয়েছে। ওই গাড়ির ভিতরে চারজন ছিলেন। তাঁরা আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।"