নরেন্দ্রপুর হত্যাকাণ্ডে বড় সাফল্য, কলাবাগান থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

বিশ্ব সমাচার, নরেন্দ্রপুর: এলাকা দখল নিয়ে রক্তাক্ত সংঘর্ষের জেরে এক তৃণমূল কংগ্রেসের নেতা খুন হয়। সেই ঘটনায় সাতজনকে ইতিমধ্যেই ধরা হয়েছে। এবার মিলল লুকোনো অস্ত্রের হদিশ। শ্যামল-বাপ্পার জবানবন্দিতে চাঞ্চল্যকর তথ্য মেলে। সেই মতো বনহুগলির কলাবাগানের ঝোপে মজুত ছিল খুনের হাতিয়ার।
পুলিশের দাবি, এলাকা দখলকে কেন্দ্র করেই রক্তাক্ত সংঘর্ষে খুন হয় সুদীপ। এই ঘটনায় গ্রেফতার হওয়া শ্যামল বিশ্বাস ও বাপ্পা মিস্ত্রিকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে মেলে বড় সূত্র। তারা স্বীকার করে, বনহুগলি দু’নম্বর গ্রাম পঞ্চায়েতের জয়কৃষ্ণপুর মিস্ত্রীপাড়ার একটি কলাবাগানের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা হয়েছে আগ্নেয়াস্ত্র। সঙ্গে সঙ্গে পুলিশ ওই স্থানে তল্লাশি চালিয়ে উদ্ধার করে দু'টি আগ্নেয়াস্ত্র। পুলিশের মতে, এই অস্ত্রই খুনের মূল হাতিয়ার হতে পারে, যা মামলার তদন্তে গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে ব্যবহার হবে। এই আগ্নেয়াস্ত্র উদ্ধারের ফলে খুনের পরিকল্পনা আরও স্পষ্ট হওয়ার পথে। দু'টি দোনলা বন্দুক, লোহার রোড ও কার্তুজ পাওয়া যায়। এই ব্যাপারে পুলিশ আরও তদন্ত করছে।