দুর্গা পূজার অনুদান বাড়ানো হল ২৫ হাজার টাকা, বিদ্যুতে ৮০ শতাংশ ছাড়

Jul 31, 2025 - 19:25
 42
দুর্গা পূজার অনুদান বাড়ানো হল ২৫ হাজার টাকা, বিদ্যুতে ৮০ শতাংশ ছাড়

৮৫ হাজার থেকে এবছর অনুদান বেড়ে হল ১ লাখ ১০ হাজার। বিদ‍্যুৎ বিলে ছাড় বেড়ে হল ৮০ শতাংশ। গত বছর পুজো কমিটিগুলিকে ৮৫ হাজার টাকা করে দিয়েছিল রাজ্য সরকার। এবছর ২৫ হাজার টাকা বাড়ানো হল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ৫ অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে ২, ৩ এবং ৪ অক্টোবর— এই তিন দিন প্রতিমা বিসর্জন হবে।