'তুমি যত বড়ই হও না কেন, অপরিহার্য নও', বুমরাহকে তীব্র কটাক্ষ মঞ্জরেকরের

Aug 16, 2025 - 21:43
 3
'তুমি যত বড়ই হও না কেন, অপরিহার্য নও', বুমরাহকে তীব্র কটাক্ষ মঞ্জরেকরের

ভারতীয় ক্রিকেটে এবার থেকে বুমরাহ নির্ভরতা কমানো উচিত। যে ক্রিকেটাররা ফিট ও পারফর্ম করতে আগ্রহী, তাদেরই অগ্রাধিকার দেওয়া উচিত, এমনটাই দাবি জানালেন দেশের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর।ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে বুমরাহ খেলেন মাত্র তিনটিতে। বুমরাহ যে দুটি ম্যাচ খেলেননি, সেই দুটো ম্যাচেই ভারত জয় পায়। মঞ্জরেকর তাঁর কলামে লেখেন, এই সিরিজ পরবর্তীকালে নির্বাচকদের কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দেশের প্রাক্তন ক্রিকেটার নিজের কলামে লিখেছেন, ''ভারত যে দুটি টেস্ট ম্যাচ জিতেছে, সেই দু'টি ম্যাচ বুমরাহ খেলেনি। বড় খেলোয়াড়দের নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে সাহস জোগাবে ভারতীয় নির্বাচকদের।'' মঞ্জরেকরের সংযোজন, ''ভারত যে দুটি টেস্ট জিতেছে, সেখানে বিরাট, পুজারা, রোহিত, সামি এবং বুমরাহও ছিল না। যত গ্রেটই হও না কেন, অপরিহার্ কেউ নয়।'' মঞ্জরেকরের মতে,পরপর দুটি বা তারও বেশি যদি বুমরাহ না খেলে, তাহলে মূল বোলার হিসেবে ওকে নেওয়াই উচিত নয়। বরং যারা খেলতে ইচ্ছুক, ফিট, তাদেরই নামানো উচিত। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে হয়তো নামতে পারবেন না জশপ্রীত বুমরাহ। অক্টোবরের ২ থেকে ৬ পর্যন্ত চলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। সেই টেস্টে অনিশ্চিত এই চ্যাম্পিয়ন বোলার। ভারত-ইংল্যান্ড সিরিজে বেছে বেছে টেস্ট ম্যাচ খেলেছেন বুমরাহ। পাঁচটি টেস্টের মধ্যে তিনটিতে নামেন বুম বুম বুমরাহ। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের দোহাই দিয়ে বুমরাহ নামেননি বাকি টেস্ট গুলোতে। তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। প্রাক্তন ক্রিকেটাররা বুমরাহর সমালোচনায় মেতে উঠেছেন। এশিয়া কাপের দল এখনও ঘোষণা করেনি বোর্ড। মনে করা হচ্ছে ওই দলে থাকবেন বুমরাহ। এবং সেই কারণে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে বিশ্রাম নেবেন বুমরাহ।