ট্রাম্প-পুতিন বৈঠককে স্বাগত, আলোচনায় রুশ-ইউক্রেন সংঘাতের অবসান চায় ভারত

আমেরিকার আলাস্কায় ডোনাল্ড এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে হওয়া বৈঠককে স্বাগত জানাল ভারত। শনিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, কেবল আলোচনা এবং কূটনীতির মাধ্যমেই রুশ-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানো সম্ভব। রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারত-সহ বিভিন্ন দেশের উপর কি আরও শুল্ক চাপানো হবে? পুতিনের সঙ্গে বৈঠক সেরেই মার্কিন এক সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এর উত্তর দেন ট্রাম্প। তিনি বলেন, “আজ যা হল, আশা করি এর পর আর ওটা (শুল্ক) নিয়ে ভাবতে হবে না। তবে দুই থেকে তিন সপ্তাহের মধ্যে হয়তো ওটা নিয়ে আমাকে আবার ভাবতে হবে। এখন কিছু নয়। আমার মনে হয়, বৈঠক খুব ভাল হয়েছে।’’ একই সঙ্গে ট্রাম্প জানান, তিনি বিষয়টি (অতিরিক্ত শুল্ক) নিয়ে এখনই ভাবতে চান না। দু’-তিন সপ্তাহের মধ্যে তিনি এই বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ট্রাম্প। সরাসরি ভারতের নাম না-করলেও ট্রাম্পের কথায় স্পষ্ট যে, রাশিয়া থেকে তেল কেনার জন্য এখনই বিভিন্ন দেশের উপর অতিরিক্ত শুল্ক আরোপ করছে না আমেরিকা। অন্য দিকে, ভারতও ট্রাম্প-পুতিন বৈঠক নিয়ে আগ্রহী ছিল। কারণ, আমেরিকার সঙ্গে রাশিয়ার সম্পর্কের উন্নতি হলে ঘুরপথে লাভ নয়াদিল্লিরই। শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আলাস্কায় প্রায় তিন ঘণ্টা ধরে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কোনও সমাধানসূত্র বেরোয়নি। তবে দুই রাষ্ট্রনেতারই দাবি, বৈঠক ‘ফলপ্রসূ’ হয়েছে। এরপর আমেরিকার সংবাদমাধ্যম ‘ফক্স নিউজ়’-কে ট্রাম্প জানান, বাকিটা ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির উপর নির্ভর করছে। তাঁকেই পরবর্তী পদক্ষেপ করতে হবে। পুতিনের সঙ্গে এরপর বৈঠক হবে জ়েলেনস্কির। তাঁরা চাইলে সেই বৈঠকে ট্রাম্পও থাকতে পারেন বলে জানিয়েছেন।পুতিনের সঙ্গে বৈঠকের পরেই অবশ্য জ়েলেনস্কিকে ফোন করেন ট্রাম্প। ফোনে বৈঠকের বিষয়বস্তু ইউক্রেনের প্রেসিডেন্টকে জানান তিনি। সংবাদ সংস্থা ইউক্রেনের প্রেসিডেন্টকে উদ্ধৃত করে জানিয়েছে, সোমবারই ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে ওয়াশিংটনে যাচ্ছেন জ়েলেনস্কি। পরে সমাজমাধ্যমে ট্রাম্প সোমবার জ়েলেনস্কির সঙ্গে বৈঠকের খবরে সিলমোহর দেন। তিনি লেখেন, “যদি (জ়েলেনস্কির সঙ্গে বৈঠকে) সব কিছু ঠিক ভাবে হয়, তা হলে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আরও একটি বৈঠক হবে।” ট্রাম্প এ-ও জানান যে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে শান্তিচুক্তি প্রয়োজন। কেবল সংঘর্ষবিরতি সংক্রান্ত বোঝাপড়ায় সমস্যার সমাধান হবে না বলে জানান তিনি।