টি-টোয়েন্টিতে ৫০০ উইকেটের মাইলস্টোন, এলিট লিস্টে জায়গা রাসেলের
IPL থেকে অবসর নেওয়ার পরও খেলায় ধার কমেনি আন্দ্রে রাসেলের। কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে এবার নতুন পরিচয়ে—পাওয়ার কোচ হিসাবে দেখা যাবে তাঁকে। তবে ক্রিকেট ছাড়ার নয় রাসেলের মন; আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে খেলেই প্রমাণ করে চলেছেন নিজের সক্ষমতা। সেই ধারাবাহিকতার ফল—টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেট ছুঁয়ে তৈরি করলেন অনন্য রেকর্ড, নাম তুললেন বিশ্বের এলিট বোলারদের তালিকায়।
এই মুহূর্তে ILT20-এ আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে খেলছেন রাসেল। শুক্রবার শারজায় ডেজার্ট ভাইপারসের বিরুদ্ধে ম্যাচেই এল ঐতিহাসিক মুহূর্ত। তিন ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে তুলে নিলেন তাঁর টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০০তম উইকেট। ম্যাচ শেষে দল তাঁকে সম্মান জানায় একটি বিশেষ জার্সি দিয়ে। শুধু বল হাতে নয়, ব্যাটেও ঝড় তোলেন রাসেল—২৩ বলে ৩৬ রানের ইনিংস, তিনটি চার ও দু’টি ছক্কায় সাজানো। তবে তাঁর এই অলরাউন্ড পারফরম্যান্স সত্ত্বেও জয়ের মুখ দেখেনি আবু ধাবি।
টি-টোয়েন্টি ক্রিকেটে ৫০০ উইকেটের ক্লাব অত্যন্ত সংক্ষিপ্ত। এখন পর্যন্ত ছয়জন বোলারই পেরিয়েছেন এই মাইলস্টোন। তালিকার শীর্ষে আফগান তারকা রশিদ খান (৬৮১ উইকেট)। এরপর রয়েছেন ডোয়েন ব্র্যাভো (৬৩১) ও সুনীল নারিন (৬০২)। ইমরান তাহির (৫৭০) ও সাকিব আল হাসান (৫০৪)-এর পাশে এবার যুক্ত হলেন আন্দ্রে রাসেল—৫৭৬ ম্যাচে ৫০০ উইকেট নিয়ে তিনি এখন টি-টোয়েন্টি ইতিহাসের ষষ্ঠ সফলতম বোলার।