ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ভ্যান চালকের পেটে চাকু, গ্রেফতার বারুইপুরে

Aug 10, 2025 - 07:05
 22
ছিনতাইয়ে ব্যর্থ হয়ে ভ্যান চালকের  পেটে চাকু, গ্রেফতার বারুইপুরে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: এক ভ্যান চালকের টাকাপয়সা ছিনতাই করতে গিয়েছিল। কিন্তু ছিনতাইবাজ ছিনতাই করতে না পেরে পেটে চাকু মারল ভ্যান চালককে। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুরের গণিমায় শুক্রবার রাতে। আহত ইঞ্জিন ভ্যান চালকের নাম জাহিদুর রহমান মোল্লা। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত ফরিদপুর মোল্লাপাড়া এলাকায়। আহত ভ্যানচালকের অভিযোগ, শুক্রবার রাতে মোল্লাপাড়ার একটি স্কুলমাঠের পাশ থেকে ভ্যানে করে মল্লিকপুর স্টেশনের দিকে আসছিল অভিযুক্ত ব্যক্তিকে নিয়ে। করিমার কাছে আসতেই ভ্যানটি দাঁড় করিয়ে অভিযুক্ত চালকের কাছ থেকে টাকা ছিনিয়ে নঃতে যায়। তাতে বাধা দেওয়ায় ধস্তাধস্তি বাধে। সেই সময় অভিযুক্ত ভ্যানচালকের পেটে চাকু চালিয়ে দেয়। তার পেটে ও কোমরে আঘাত লাগে।আহত ভ্যান চালককে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে তড়িঘড়ি বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম মহম্মদ সাব্বির।