ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার ঢোলাহাটে

সানওয়ার হোসেন, ঢোলাহাট: ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গ্রেপ্তার করল ঢোলাহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম স্বপন বারিক। শুক্রবার দুপুরে ধৃতকে কাকদ্বীপ মহকুমা আদালতে পাঠানো হয়। ঘটনাটি ঘটেছে পাথরপ্রতিমার ইন্দ্রনারায়ণপুর হাই স্কুলে। ঘটনার প্রতিবাদে এদিন দুপুরে মথুরাপুর সাংগঠনিক জেলা বিজেপির নেতৃত্বকে সঙ্গে নিয়ে নির্যাতিতা ছাত্রীর বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢোলাহাট থানার সামনে বিক্ষোভ দেখান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল সহ বিজেপির কর্মী-সমর্থকরা।
বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে ঢোলাহাট জুমাই নস্কর রোড। অগ্নিমিত্রা পালের নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢোলাহাট থানার আইসির সঙ্গে দেখা করে। অভিযুক্ত প্রধান শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। বিজেপি নেত্রীর অভিযোগ, দিনের পর দিন বিদ্যালয়ের ছাত্রীদের শ্লীলতাহানির পাশাপাশি নোংরা ভিডিও দেখিয়ে উত্ত্যক্ত করতেন ওই প্রধান শিক্ষক।