চুরি যাওয়া প্রচুর সোনার গহনা সহ নগদ টাকা উদ্ধার করলো পুলিশ
হেদায়তুল্লা পুরকাইত , ডায়মন্ড হারবার।
বাড়িতে লোকজন না থাকার সুযোগে বাড়ির তালা ভেঙে সোনার গহনা ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। ঘটনার অভিযোগ পেয়ে দ্রুততার সঙ্গে চুরির অভিযোগে তিন প্রতিবেশিকে গ্রেপ্তার করে পুলিশ। তিন অভিযুক্তের নাম সেখ আসিফ, খোকন আলি খাঁন ও রিয়াজ আলি খাঁন ঘটনাটি মগরাহাট থানার ধামুয়া মৌখালি হেড়িয়া এলাকার।
মগরাহাট থানার মৌখালি হেড়িয়া এলাকার বাসিন্দা সাইফুল আলি খাঁন পেশায় কাপড় ব্যাবসিক। তিন চারদিন হেড়িয়ার বাড়ি বন্ধ করে কলকাতার বাড়িতে গিয়ে ছিলেন সাইফুল ও তার পরিবার বাড়ি কেউ না থাকার কারনে সুযোগ বুঝতে বাড়ি তালা ভেঙে সোনার গহনা সহ নগদ টাকা চুরির অভিযোগ ওঠে তার তিন প্রতিবেশির বিরুদ্ধে। বাড়ি ফিরে বাড়িতে তালা ভাঙা ও চুরির অভিযোগে মগরাহাট থানায়। ঘটনার তদন্তে নেমে তিন দুষ্কৃতিকে গ্রেপ্তার করে মগরাহাট থানার পুলিশ। এবিষয়ে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে সাংবাদিক সম্মেলনে জানান, মগরাহাট থানার মৌখালি হেড়িয়া এলাকার বাসিন্দা সাইফুল আলি খাঁনের বাড়িতে চুরির অভিযোগ করে। অভিযোগ পেয়ে ঘটনার দ্রুত তদন্তে নামে মগরাহাট থানার পুলিশ। তদন্তে সেখ আসিফ, খোকন আলি খাঁন ও রিয়াজ আলি খাঁন নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে নগদ ২৫ হাজার টাকা ও প্রায় ১২ লক্ষ টাকার সোনার গহনা উদ্ধার করা হয়েছে তাদের সাইফুলের প্রতিবেশি বলে তদন্তে জানা যায়। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে। তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে সেই সঙ্গে টি আই প্রারোর্ডের মাধ্যমে উদ্ধার হওয়া নগদ টাকা সহ সোনার গহনা ফেরত দেওয়া হয়েছে। ওই তিনজনের বিরুদ্ধে আরও কোন চুরির বা অন্য কোন ঘটনা আছে কী না তদন্ত করে দেখা হচ্ছে।