গোকর্ণী বাজারে খারাপ রাস্তা ও বিশুদ্ধ পানীয় জলের দাবিতে জাতীয় কংগ্রেসের মশাল মিছিল
হেদায়তুল্লা পুরকাইত, মগরাহাট : খারাপ রাস্তা সংস্কার ও বিশুদ্ধ পানীয় জলের দাবিতে সন্ধ্যায় মগরাহাটের গোকর্ণী বাজার থেকে মানিকতলা পর্যন্ত জাতীয় কংগ্রেসের এক মশাল মিছিল অনুষ্ঠিত হয়। গোকর্ণী গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে শুরু হওয়া এই মিছিলে অংশ নেন শতাধিক গ্রামবাসী ও কংগ্রেসের কর্মী-সমর্থকরা। মিছিলে নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের মগরাহাট ব্লক সভাপতি মিহির হালদার।অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বাতিস্তম্ভ ও রাস্তাগুলি বেহাল অবস্থায় পড়ে আছে। বর্ষার সময় জল জমে চলাচলে চরম সমস্যা দেখা দেয়। পাশাপাশি বিশুদ্ধ পানীয় জলের সংকটেও ভোগান্তির শিকার হতে হচ্ছে গ্রামবাসীদের। এমনই অভিযোগ প্রদেশ কংগ্রেসের। প্রদেশ কংগ্রেসের সদস্য জাফর আলি মোল্লা অভিযোগ করেন, “লক্ষ লক্ষ টাকার উন্নয়ন প্রকল্পে ব্যাপক দুর্নীতির জেরেই আজ রাস্তাগুলির এই বেহাল দশা।”
মিছিলে অংশগ্রহণকারীরা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি জানিয়ে স্লোগানে মুখরিত করেন গোটা এলাকা। কংগ্রেস নেতৃত্ব হুঁশিয়ারি দেন, আগামী দিনে দাবি পূরণ না হলে আরও বৃহত্তর আন্দোলনে নামবে দল। মিছিল শেষে নেতারা জানান, “এটি শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াই।”