কাকদ্বীপে মিড ডে মিল কর্মীদের মিছিল ও ডেপুটেশন
রবীন্দ্রনাথ সামন্ত, কাকদ্বীপ: বুধবার নানা দাবিতে কাকদ্বীপের মহকুমা শাসক এবং বিডিওর নিকট ডেপুটেশন দেওয়া হয় এবং বিক্ষোভ মিছিল করা হয় সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়নের পক্ষ থেকে। এ বিষয়ে ওই কর্মী ইউনিয়নের কাকদ্বীপ শাখার সম্পাদিকা শম্পা পাল মণ্ডল জানান, মিড ডে মিল কর্মীদের উৎসব ভাতা প্রদান, ১২ মাসে বেতন, বাঁচার মতো ন্যূনতম মজুরি বৃদ্ধি, ছাত্র-ছাত্রীদের পুষ্টিকর খাদ্যের জন্য বরাদ্দ বৃদ্ধি, সরকারি কর্মী হিসেবে স্বীকৃতি, অবসরকালীন ৫ লক্ষ টাকা ভাতা প্রদান, পেনশন, পিএফ সহ ১৩ দফা দাবিতে ইউনিয়নের নেতৃত্বে প্রায় তিন শতাধিক মিড ডে মিল কর্মীরা মিছিল করেন কাকদ্বীপের বীরেন্দ্র মার্কেট থেকে বিডিও অফিস পর্যন্ত। পরে পাঁচজনের একটি প্রতিনিধি দল সংগঠনের রাজ্য কমিটির সভানেত্রী সুনন্দা পন্ডার নেতৃত্বে বিডিওর কাছে এবং রাজ্য কমিটির সদস্য শম্পা পাল মণ্ডলের নেতৃত্বে পাঁচজনের প্রতিনিধিদল এসডিও দপ্তরে ডেপুটেশন দিয়েছেন। বিভিন্ন ব্লকের সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া গরিব, বঞ্চিত অংশের মিড ডে মিল কর্মীরা খুব যন্ত্রণার সঙ্গে তাঁদের সীমাহীন বঞ্চনার কথা তুলে ধরেন। যদি মিড ডে মিল কর্মীদের এই বঞ্চনার সুরাহা প্রশাসন না করে, তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন যুগ্ম সম্পাদিকা মনোরমা হালদার।