উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে ইন্ডিয়া-র রেড্ডি

Aug 19, 2025 - 22:23
 8
উপরাষ্ট্রপতি পদে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে ইন্ডিয়া-র রেড্ডি

উপরাষ্ট্রপতি পদে এনডিএ জোটের প্রার্থী সিকে রাধাকৃষ্ণণের বিরুদ্ধে বিরোধীরাও বেছে নিলেন এক দক্ষিণীকেই। মঙ্গলবার দুপুরে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়ার জোটের শরিকদের বৈঠকের পর সর্বসম্মতিক্রমে স্থির হয়েছে, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, অন্ধ্রের বাসিন্দা বি সুদর্শন রেড্ডিই হবেন বিরোধীদের প্রার্থী। অন্যতম জোট শরিক এনসিপি (শরদ পওয়ার) শিবিরের প্রতিনিধি শরদ পওয়ারকে পাশে নিয়ে ঘোষণা করলেন মল্লিকার্জুন খাড়গে। জগদীপ ধনকড়ের উত্তরসূরি খুঁজতে আগামী ৯ সেপ্টেম্বর হতে চলেছে উপরাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচনের দায়িত্ব এনডিএ-র তরফে দেওয়া হয়েছে রাজনাথ সিংকে। প্রার্থী হিসেবে রবিবারই মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণণের নাম ঘোষণা করেছে এনডিএ শিবির। প্রার্থী ঘোষণার পরই সমর্থন আদায়ের লক্ষ্যে জোরকদমে নেমে পড়ে গেরুয়া শিবির। ইন্ডিয়া জোট যাতে প্রার্থী না দেয়, সেই আবেদন আগেই জানিয়েছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাধাকৃষ্ণণকে জেতাতে ইন্ডিয়া জোটের সমর্থন আদায়ে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে ফোন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। প্রধানমন্ত্রী মোদি নিজেও বিরোধীদের কাছে সেই আবেদন জানিয়েছিলেন। যাতে এনডিএ-র প্রার্থীকেই বিরোধীরা সমর্থন জানান।কিন্তু সেই অনুরোধ না রেখে সম্মুখসমরে নামল ইন্ডিয়া জোট। তাঁরা সর্বসম্মতিক্রমে অন্ধ্রের বাসিন্দা, প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন। তবে এই প্রার্থীকে ঘিরে চন্দ্রবাবু নায়ডুদের খানিকটা অস্বস্তিতে পড়তে হতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। কারণ, এনডিএ জোটের প্রার্থীকে সমর্থন জানিয়েছে টিডিপি। আবার বিরোধীদের প্রার্থী তাদের নিজেদের রাজ্য অর্থাৎ অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। ফলে তাঁকে সমর্থন প্রত্যাশিত। সবমিলিয়ে নিজেদের অবস্থান নিয়ে ধন্দে চন্দ্রবাবু নায়ডুরা। তবে দুই দক্ষিণীর লড়াইয়ে উপরাষ্ট্রপতি নির্বাচন যে জমাটি হবে, তাতে সন্দেহ নেই।