উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করল বিআরএস, বিজেডি

Sep 8, 2025 - 22:00
 3
উপরাষ্ট্রপতি নির্বাচন বয়কট করল বিআরএস, বিজেডি

উপরাষ্ট্রপতি নির্বাচনে অনুপস্থিত থাকবে বিআরএস (ভারত রাষ্ট্র সমিতি) এবং বিজেডি (বিজু জনতা দল)। ওড়িশা এবং তেলঙ্গানার দুই প্রধান বিরোধী দলের তরফে সোমবার এ কথা জানানো হয়েছে। তেলঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের (কেসিআর নামেই যিনি পরিচিত) পুত্র তথা বিআরএসের কার্যনির্বাহী সভাপতি কেটি রামা রাও দলের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন। অন্য দিকে, ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী নবীনের তরফে বিজেডির রাজনৈতিক বিষয়ক কমিটির (পিএসি) সদস্য তথা সাংসদ সস্মিত পাত্র দলীয় অবস্থান স্পষ্ট করেছেন। রামা রাও বলেন, ‘‘তেলঙ্গানায় ইউরিয়ার ঘাটতি নিয়ে কৃষকেরা দুর্দশার মুখে পড়েছেন। তাঁদের প্রতি সহানুভূতি জানাতে আমাদের দল ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি নির্বাচন থেকে বিরত থাকবে।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘উপরাষ্ট্রপতি নির্বাচনে নোটা থাকলে বিআরএস নোটা বিকল্পটি ব্যবহার করত।’’ অন্য দিকে সস্মিত বলেন, ‘‘আমরা বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’, দু’টি জোট থেকেই সমদূরত্ব বজায় রাখতে চাই। আমাদের আমাদের সম্পূর্ণ মনোযোগ ওড়িশা এবং তার সাড়ে চার ৪ কোটি মানুষের উন্নয়নের উপর।’’ শারীরিক অসুস্থতার কারণে বাদল অধিবেশনের প্রথম দিনে হঠাৎই ইস্তফা দিয়েছিলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। তাঁর উত্তরসূরি নির্বাচনের জন্য ভোটাভুটি হচ্ছে। জয়ী প্রার্থী আগামী পাঁচ বছর, অর্থাৎ পুরো মেয়াদ দায়িত্ব পালন করবেন।