আদানির বিরুদ্ধে তদন্তের ভয়েই ট্রাম্প নিয়ে নীরব মোদি : রাহুল

Aug 6, 2025 - 19:57
Aug 6, 2025 - 19:59
 5
আদানির বিরুদ্ধে তদন্তের ভয়েই ট্রাম্প নিয়ে নীরব মোদি : রাহুল

ভারত-পাক সংঘর্ষবিরতি নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মুখ খুলতে পারছেন না তার কারণ গৌতম আদানি, বিস্ফোরক অভিযোগ করলেন রাহুল গান্ধী। রাহুলের দাবি, আমেরিকায় আদানির বিরুদ্ধে তদন্ত চলছে, সেই তদন্তের ভয়েই মোদিকে চুপ করিয়ে রেখেছেন তাঁর শিল্পপতি বন্ধু।পহেলগাঁও হামলা এবং অপারেশন সিঁদুরের পর ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি চুক্তি হয়েছে। ডোনাল্ড ট্রাম্প লাগাতার সেটার কৃতিত্ব দাবি করে আসছেন। মার্কিন প্রেসিডেন্টের দাবি, তাঁর মধ্যস্থতাতেই যুদ্ধ থেকে বিরত হয়েছে দুই পরমাণু শক্তিধর দেশ। ভারত সরকার ট্রাম্পের সেই দাবি ঘুরিয়ে অস্বীকার করেছে। নয়াদিল্লির দাবি, যুদ্ধবিরতির সিদ্ধান্ত দুই দেশের। এতে তৃতীয় কোনও দেশের হস্তক্ষেপ নেই। পাকিস্তানের অনুরোধেই সংঘর্ষ থামাতে রাজি হয়েছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট যে মিথ্যা বলছেন, সেটা প্রকাশ্যে বলেনি নয়াদিল্লি। বলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সংসদে অপারেশন সিঁদুর নিয়ে আলোচনা চলাকালীন রাহুল গান্ধী মোদিকে ট্রাম্প নিয়ে মুখ খোলার চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন রাহুল। প্রধানমন্ত্রী এক ঘণ্টা ৪২ মিনিটের ভাষণে সযত্নে সেই ইস্যু এড়িয়ে গিয়েছেন। ট্রাম্প নিয়ে মোদির এই নীরবতার কারণ কী? রাহুল বলছেন, এর নেপথ্যেও জড়িয়ে প্রধানমন্ত্রীর শিল্পপতি বন্ধুদের স্বার্থ। বুধবার সকালে সোশাল মিডিয়া হ্যান্ডেলে রাহুল বললেন, “ভারত, দয়া করে বুঝুন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মুখ খুলতে পারবেন না কারণ আমেরিকায় আদানিদের বিরুদ্ধে তদন্ত চলছে। তাছাড়া রাশিয়ার তেল কেনা নিয়ে মোদি এবং আদানি-আম্বানির কী চুক্তি হয়েছে সেটা প্রকাশ্যে চলে আসার ভয়ও রয়েছে। মোদির হাত বাঁধা।” উল্লেখ্য, ভারতীয় শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে কিছুদিন আগে ঘুষ দেওয়ার অভিযোগে তদন্ত শুরু করেছিল মার্কিন প্রশাসন। যদিও পরে সেই তদন্তে বিশেষ অগ্রগতি হয়নি। রাহুলের দাবি, সেই তদন্ত প্রক্রিয়ায় আদানিদের বাঁচাতেই ট্রাম্পের দাবি খণ্ডন করছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।