অমাবস্যার কোটালে জোয়ারে নদীর জল বাড়তেই বাঁধে ধস, আতঙ্কে এলাকাবাসী
বিশ্ব সমাচার, কাকদ্বীপ : অমাবস্যার কোটালে জোয়ারে নদীর জল বাড়তেই হঠাৎই ধস নামলো নদী বাঁধে। রবিবার সকালে নামখানার নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের দুর্গানগরে সপ্তমুখী নদী বাঁধে প্রায় এক হাজার ফুট ধস নেমেছে। এই ঘটনার পরই এলাকাবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা তৎক্ষণাৎ নিজেদের উদ্যোগে বাঁধ মেরামতের কাজে হাত লাগান। প্রাথমিক ভাবে বাঁধের উপরে পলিথিন চাপা দিয়ে মাটি ঘিরে রাখা হয়েছে। জানা গিয়েছে, বেশ কিছুদিন ধরে এই নদী বাঁধটি মেরামত করার কাজ চলছিল। কিন্তু তার মাঝেই এই বিপত্তি ঘটে যায়। বাঁধের প্রায় এক হাজার ফুট মাটি ধস নিয়ে নদী গর্ভে চলে যায়।
এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা প্রশান্ত কুমার দাস বলেন, "প্রায় পাঁচ দিন ধরে টানা বৃষ্টি চলছে। যে কারণে বাঁধের মাটি আলগা হয়ে গিয়েছে। কোটালে নদীর জল বাড়তেই এই রূপ পরিস্থিতি তৈরি হয়েছে। কিছুদিন আগেই এখানকার গ্রামবাসীরা চাষবাসের কাজ শুরু করেছেন। জমিতে ধান রোয়া হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে যদি নদী বাঁধ ভেঙে গ্রামে নোনা জল ঢুকে যায়, তাহলে গ্রামবাসীরা প্রচুর ক্ষতির সম্মুখীন হবেন। এখনই বাঁধ মেরামত করা না হলে, গ্রামবাসীরা খুবই সমস্যার মধ্যে পড়বেন।"
নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম প্রামানিক বলেন, "বিষয়টি শুনেছি। ওই এলাকায় নদী বাঁধে ধস নেমেছে। সেচ দপ্তর সহ বিভিন্ন দপ্তরে বিষয়টি জানানো হয়েছে। আপাতত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যবস্থা গ্রহণ করা হবে। পরে ওখানে পাকাপোক্ত নদী বাঁধ তৈরি করার ব্যবস্থা নেওয়া হবে।"