অবশেষে বৃদ্ধা দম্পতির ঠাঁই মিলল বারুইপুর পুরসভার আশ্রয়হীনদের হোমে

Aug 11, 2025 - 21:57
Aug 11, 2025 - 21:58
 22
অবশেষে বৃদ্ধা দম্পতির ঠাঁই মিলল  বারুইপুর পুরসভার আশ্রয়হীনদের হোমে

প্রদীপকুমার সিংহ, বারুইপুর: বৃদ্ধ বাবা-মাকে গুণধর ছেলে স্টেশনে রেখে দিয়ে বেপাত্তা হয়ে গিয়েছিল। এই ঘটনা ঘটেছিল দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে। রায়চক নিবাসী গোবিন্দ পুরকাইত (৭৫) ও কমলা পুরকাইত (৬৯) বৃদ্ধ দম্পতিকে বৃহস্পতিবার সকালে বারুইপুর স্টেশনে রেখে দিয়ে যায় তাঁর ছেলে জয়ন্ত পুরকাইত। এক নম্বর প্লাটফর্মে তাঁদের বসিয়ে দিয়ে হাতে ৫০০ টাকা দিয়ে চলে যায় ধর্মতলায় কাজ করতে। ওই বৃদ্ধা দম্পতিকে তাঁদের ছেলে বলে যায়, রাতে যাওয়ার সময় বাড়ি নিয়ে যাব। কিন্তু তার আর দেখা মেলেনি। গোবিন্দবাবু বয়সের ভারে ঠিকমতো হাঁটতে পারেন না। কমলা দেবীও অসুস্থ। কমলা দেবী বলেন, স্বামী স্মৃতি হারিয়েছেন। তাঁর কাছে ৫০০ টাকা এবং মোবাইল ফোন ছিল। কিন্তু তা স্টেশন থেকে চুরি হয়ে যায়। সারাদিন সেখানে বসে ছিলেন। সারাদিন মুড়ি ও চানাচুর খেয়ে কাটিয়েছেন। এই খবরটি বারুইপুর স্টেশনের জিআরপির ওসি প্রতাপচন্দ্র পাত্রের কাছে গেলে তিনি তড়িঘড়ি ওই দম্পতিকে উদ্ধার করেন। প্রথমে ওই দম্পতিকে খাওয়া-দাওয়ার ব্যবস্থা করেন। পরে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের চিকিৎসা চলে। ছেলের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কিছুটা সুস্থ বোধ করলে তাঁদেরকে শিয়ালদহ আদালতে নিয়ে যাওয়া হয় বারুইপুর স্টেশনের জিআরপির পক্ষ থেকে। আদালতের নির্দেশ অনুযায়ী জিআরপির আধিকারিকরা বারুইপুর পুরসভার পৌরপ্রধান শক্তি রায়চৌধুরীর সঙ্গে কথা বলে বৃদ্ধ দম্পতিকে পুরসভার সাহাপাড়ায় বিবেকানন্দ আরবান (আশ্রয়হীনদের জন্য) হোমে রাখার ব্যবস্থা করা হয়। ছেলের এই কীর্তিতে তাজ্জব রেলযাত্রীরা। অনেকেই বলেন, কী করে ছেলে বৃদ্ধ বাবা-মাকে স্টেশনে রেখে চলে যান? রেলযাত্রীদের দাবি, পুলিশ গুণধর ছেলেকে খুঁজে বার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুক আদালতের মাধ্যমে।