৪৭৬ টি রাজনৈতিক দলের তকমা কাড়ল নির্বাচন কমিশন

দেশের নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ করার লক্ষ্যে বড় পদক্ষেপ জাতীয় নির্বাচন কমিশনের। কেড়ে নেওয়া হল রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি (আরইউপিপিএস) অর্থাৎ নথিভুক্ত অনামি দল হিসাবে ৪৭৬টি রাজনৈতিক দলের তকমা। গত ছয় বছরে একটি নির্বাচনেও অংশ না নেওয়ার অভিযোগ রয়েছে এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে। আর এরপরেই বড় পদক্ষেপ কমিশনের।কমিশনের তরফে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, দ্বিতীয় পর্যায়ে নথিভুক্ত অনামি দল হিসাবে ৪৭৬টি রাজনৈতিক দলকে চিহ্নিত করা হয়েছে। এই রাজনৈতিক দলগুলি দেশের একাধিক রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, বিজেপি শাসিত উত্তরপ্রদেশে থাকা সবথেকে বেশি এমন রাজনৈতিক দলের নাম বাতিল করা হয়েছে। বাতিল হয়েছে প্রায় ১২১ টি দলের রেজিস্ট্রেশন।এরপরেই আছে তামিলনাড়ু। সে রাজ্যে প্রায় ৪২ টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। তৃতীয় তালিকায় আছে দিল্লি। দেশের রাজধানীর ক্ষমতায় এখন বিজেপি। সেখানে রেজিস্টার্ড আনরিকগনাইজড পলিটিক্যাল পার্টি (আরইউপিপিস) হিসাবে ৪১ টি রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলে নির্বাচন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে।তালিকার একেবারে শেষে রয়েছে পশ্চিমবঙ্গ। কমিশনের তথ্য অনুযায়ী, কমিশনের নিয়ম না মানার কারণে ১২ টি রাজনৈতিক দলের তকমা কেড়ে নেওয়া হয়েছে। অর্থাৎ বিজেপি শাসিত রাজ্যগুলিতে ‘ব্যাঙ্গের ছাতা’র মতো আরইউপিপিএস থাকলেও, বাংলায় সেখানে সংখ্যাটা নগণ্য। কমিশন সূত্রে আরও খবর, এই রাজনৈতিক দলগুলির বিরুদ্ধে একদিকে যেমন গত ছয় বছরে একটি নির্বাচন না প্রতিদ্বন্দ্বী করার অভিযোগ রয়েছে, তেমনই আয়কর ফাঁকি দেওয়ার মতো মারাত্মক অভিযোগ রয়েছে।