২০৩০ কমনওয়েলথ গেমসে বিড করার সিদ্ধান্ত ভারতের, অনুমতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

Aug 27, 2025 - 21:27
 7
২০৩০ কমনওয়েলথ গেমসে বিড করার সিদ্ধান্ত ভারতের, অনুমতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

২০৩০ সালের কমনওয়েলথ গেমস করতে চায় ভারত। এই মেগা প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে বিড করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আর তাতে এবার অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেখানে আমেদাবাদকে আয়োজক শহর হিসাবে মনোনীত করা হয়েছে।বলা হয়েছে, আয়োজক হিসাবে এই শহর বিশ্বমানের ক্রীড়া পরিকাঠামো বহন করতে প্রস্তুত। তাছাড়াও এখানকার ক্রীড়া সংস্কৃতিও উন্নত মানের। আন্তর্জাতিক স্তরের ইভেন্ট পরিচালনার অভিজ্ঞতার জন্যও পরিচিত এই শহর। উল্লেখ্য, ২০২৩ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল আয়োজিত হয়েছিল এই শহরেই। এমনকী গ্রুপ লিগে ভারত–পাকিস্তান ম্যাচও হয়েছিল আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সেই কারণেই আয়োজক শহর হিসাবে আমেদাবাদের গ্রহণযোগ্যতা বেড়েছে বলে মনে করছে সবাই।কিছুদিন আগে কমনওয়েলথ স্পোর্টসের এক প্রতিনিধিদল আমেদাবাদে পরিকাঠামো তদারকি করতে এসেছিল। সেই দলে ছিলেন ডিরেক্টর অফ গেমস ড্যারেন হল। গুজরাটে সরকারি আধিকারিকদের সঙ্গে একটি বৈঠকেও অংশ নিয়েছিলেন তাঁরা। জানা গিয়েছে, আরও বড় প্রতিনিধিদল ফের আসতে চলেছে ভারতে। এখন প্রশ্ন হল, ভারতে ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের আসর বসবে কি না, তা কবে জানা যাবে? এর উত্তর জানতে অপেক্ষা করতে হবে চলতি বছরের নভেম্বর মাস পর্যন্ত। কমনওয়েলথ স্পোর্টসের জেনারেল অ্যাসেম্বলি গ্লাসগো থেকে ঘোষণা করবেন সে কথা।২০১০ সালে শেষবার কমনওয়েলথ গেমসের আসর বসেছিল ভারতে। সে বছর দিল্লিতে আয়োজিত হয়েছিল ইভেন্টটি। এবার গেমস আয়োজনের দায়িত্ব ভারত পেলে তা হবে আমেদাবাদে।