স্বাধীনতার পর প্রথম আলো জ্বলে উঠল কুলতলির রাস্তায়

Jul 30, 2025 - 20:19
 52
স্বাধীনতার পর প্রথম আলো  জ্বলে উঠল কুলতলির রাস্তায়

রফিকুল ঢালী, কুলতলি: অন্ধকার কাটিয়ে অবশেষে আলোয় উদ্ভাসিত দক্ষিণ ২৪ পরগনার কুলতলি। অবশেষে প্রত্যন্ত গ্রামেও জ্বলল স্ট্রিট লাইট। স্বাধীনতার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখানে রাস্তার ধারে আলো ছিল না। সন্ধ্যা নামলেই এলাকার মানুষ পড়তেন চরম সমস্যায়। একরকম ঘরবন্দি হয়ে থাকতেন সবাই। বিশেষ করে মহিলারা ও ছাত্রীরা রাতে বাইরে বেরোতে ভয় পেতেন। এবার সেই পরিস্থিতির বদল ঘটল। কুলতলির বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় বসানো হয়েছে স্ট্রিট লাইট, যা নিয়মিত জ্বলে উঠছে।

স্থানীয় বাসিন্দা কৃষ্ণা হালদার বলেন, আমরা ভাবতেই পারিনি সুন্দরবনের রাস্তায় এমনভাবে আলো জ্বলবে। কলকাতায় গিয়ে লাইট দেখতাম। এখানে কখনও হবে, ভাবিনি। ভগবতী দাসের কথায়, মেয়েরা টিউশন থেকে ফিরতে ভয় পেত। এখন রাস্তা আলোয় ভরে থাকায় অনেকটাই নিশ্চিন্ত। আমাদের নিরাপত্তা অনেকটা বেড়েছে।

বিশ্বনাথ রায় বলেন, রাতে চলাচলে সমস্যা ছিল। কিছু দেখা যেত না। এখন অনেকটাই সুবিধা হচ্ছে। আখতার গায়েন জানান, চুরি, ছিনতাইয়ের ভয় ছিল সবসময়। এখন আলোয় সেই ভয় অনেকটাই দূর হয়েছে।

এই উদ্যোগে খুশি এলাকার মানুষ। কুলতলির বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন, ২০১১ সালের পর থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে। কুলতলিতেও তারই প্রতিফলন দেখা যাচ্ছে। আগামী দিনে আরও কাজ হবে। 

আলোয় ভরা এই নতুন অধ্যায় শুধু কুলতলির গর্ব নয়, বরং সুন্দরবনের মতো পিছিয়ে থাকা এলাকায় উন্নয়নের আশার আলো বলেই মনে করছেন সকলে।