সোনার ব্যাটে রিচাকে স্বাগত জানাবে সিএবি

Nov 6, 2025 - 09:04
 6
সোনার ব্যাটে রিচাকে স্বাগত জানাবে সিএবি

প্রথম বাঙালি ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ। সেই সাফল্যের জন্য শিলিগুড়ির উইকেটকিপার-ব্যাটারকে সম্মানিত করতে চলেছে সিএবি।দেশের মাটিতে ভারতকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন রিচা। কঠিন সময়ে ব্যাট হাতে কার্যকরী ইনিংস খেলেছেন তিনি। সেমিফাইনাল ও ফাইনালে রিচার ক্যামিও অনেকটা চাপ কমিয়ে দিয়েছিল ভারতের উপর থেকে। তাঁর সেই পারফরম্যান্স পূর্ণতা পেয়েছে বিশ্বকাপ জয়ের মাধ্যমে। এবার বিশ্বজয়ী রিচাকে জমকালো সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা নিয়েছে সিএবি। চলতি সপ্তাহের শেষের দিকে হতে পারে এই অনুষ্ঠান।সিএবি সূত্রে খবর, তারা ৭ নভেম্বর অনুষ্ঠান করতে আগ্রহী। তবে রিচার পরিবারের তরফে ৮ নভেম্বর অনুষ্ঠান করার জন্য বলা হয়েছে। আপাতত তাই দিন চূড়ান্ত হয়নি। সংবর্ধনার মঞ্চে রিচার হাতে সোনার তৈরি ব্যাট উপহার হিসাবে তুলে দেওয়ার ভাবনা রয়েছে সিএবি-র। এর আগে রাজ্য দল থেকে অবসর নেওয়ার সময় মনোজ তিওয়ারিকেও এমন উপহার দেওয়া হয়েছিল। ভারতীয় ক্রিকেটের আর এক নক্ষত্র ঝুলন গোস্বামীর হাত দিয়ে সেই ব্যাট রিচাকে তুলে দেওয়া হতে পারে। রিচার শহর শিলিগুড়িও তৈরি হচ্ছে ঘরের মেয়েকে বরণ করে নেওয়ার। বিমানবন্দর থেকে রিচার বাড়ি পর্যন্ত তাঁকে হুডখোলা জিপে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। মেয়র গৌতম দেব বলেছেন, “রিচা ফিরলেই আমরা ওকে নাগরিক সংবর্ধনা দেব। দীনবন্ধু মঞ্চে ক্লাবগুলোকে ডেকে এই সংবর্ধনার ব্যবস্থা করা হবে।”